১১ অগস্ট তারিখে ইংরেজ শাসকেরা বালুচিস্তানের পূর্ব অংশের স্বাধীনতার দাবিতে সম্মতি জানিয়েছিলেন। —ফাইল চিত্র।
আগামিকাল, ১১ অগস্ট ‘স্বাধীনতা দিবস’ পালন করতে চলেছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। এমনটাই দাবি করেছে ‘স্বাধীন বালুচিস্তান’ আন্দোলনকে সমর্থন করা বেশ কয়েকটি সংগঠন। এই দিনটিকে ঠিক কী ভাবে পালন করা উচিত, তার একটি নির্দেশিকাও সমাজমাধ্যমে জারি করেছেন বালোচ নেতা মির ইয়ার বালোচ। সেই সঙ্গে ‘স্বাধীন বালুচিস্তান’ তথা বালোচ আন্দোলনকে সমর্থন জানানো ভিন্ দেশিদেরও এই উদ্যাপনে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
কয়েক মাস আগে পাকিস্তান সরকারের শাসন থেকে বালুচিস্তানকে ‘স্বাধীন’ ঘোষণা করে খবরের শিরোনামে এসেছিলেন এই মির ইয়ার বালোচ। সেই সঙ্গে উড়ন্ত বালোচ পতাকার সঙ্গে ছবি এবং নিজস্বী তুলে সমাজমাধ্যমে পোস্ট করার পরামর্শও দেওয়া হয়েছে। ১৯৪৭ সালে ভারত ছাড়ার সময়ে এই ১১ অগস্ট তারিখে ইংরেজ শাসকেরা বালুচিস্তানের পূর্ব অংশের স্বাধীনতার দাবিতে সম্মতি জানিয়েছিলেন। সেই মতো এই দিনটিকেই নিজেদের স্বাধীনতা দিবস হিসেব মেনে এসেছেন ‘স্বাধীন বালুচিস্তান’ আন্দোলনেরসঙ্গে যুক্ত মানুষজন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে