বিমান দুর্ঘটনার দৃশ্য। ছবি: সংগৃহীত।
ওড়ার পরমুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান! ভারতীয় সময় অনুযায়ী রবিবার রাতে লন্ডন সাউথএন্ড বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে বীচ বি২০০ সুপার কিং এয়ার বিমানে। লম্বায় ১২ মিটার এই বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী বসতে পারেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৪টে নাগাদ এসেক্সের লন্ডন সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু ওড়ার পরমুহূর্তেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে বিমানের ভগ্নাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ। আগুনের গোলার মতো জ্বলে ওঠে বিমানটি। ইতিমধ্যে ঘটনার নানা ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, ভেঙে পড়া বিমান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে।
এসেক্স পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেলে বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরের অদূরে অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবও খালি করে দেওয়া হয়। তবে বিমানটিতে কত জন ছিলেন, তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও জানা যায়নি। কী কারণে ওই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।