অচ্যুত রেড্ডি। নিহত চিকিত্সক। ছবি: সংগৃহীত।
রোগীর হাতে খুন হলেন ভারতীয় এক চিকিত্সক। ঘটনাস্থল আমেরিকার কানসাস। পুলিশ জানিয়েছে, মৃত চিকিত্সকের নাম অচ্যুত রেড্ডি (৫৭)। তিনি এক জন মনোরোগ বিশেষজ্ঞ।
এই কানসাসেই এ বছরের গোড়ায় খুন হয়েছিলেন শ্রীনিবাস কুচিভোটলা নামে এক ভারতীয়। ঘটনাচক্রে নিহত এই চিকিত্সক ও কুচিভোটলা দু’জনেই তেলঙ্গানার বাসিন্দা! তবে যে রোগীর হাতে এই চিকিত্সক খুন হয়েছেন, তিনিও এক জন ভারতীয় বংশোদ্ভূত। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম উমর রশিদ দত্ত।
আরও পড়ুন: জঙ্গি হানা? লন্ডনের টিউব রেলে বিস্ফোরণ
পুলিশ জানিয়েছে, নিজের ক্লিনিকে যাওয়ার পথে রেড্ডিকে অনুসরণ করছিলেন উমর। চিকিত্সকের সঙ্গে কথা কাটাকাটির পরই আচমকা ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। বেশ কয়েক বার ছুরি দিয়ে রেড্ডিকে কোপান উমর। তার পর রেড্ডিকে তাঁর ক্লিনিকের অদূরেই একটি ফাঁকা গলিতে ফেলে রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে চিকিত্সককে গুরুতর জখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ আরও জানিয়েছে, উমরকে কান্ট্রি ক্লাবের একটি পার্কিংয়ে গাড়ির ভিতর রক্তমাখা পোশাকে দেখে পুলিশের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জেরা করা হয়। জেরায় খুনের ঘটনাটি সামনে আসে। তার পরই গ্রেফতার করা হয় উমরকে। তবে কী কারণে রেড্ডিকে খুন করলেন উমর সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: জেলে মাকে দেখেই গুরমিতের প্রশ্ন ডেরা ঠিক চলছে তো
তেলঙ্গানার বাসিন্দা রেড্ডি ১৯৮৬-তে ওসমানিয়া মেডিক্যাল কলেজ থেকে স্নাতক হয়ে পাড়ি জমিয়েছিলেন কানসাসে। সেখানে উইচিটায় ইউনিভর্সিটি অব কানসাস মেডিক্যাল কলেজ থেকে পাশ করে গত দু’দশক ধরে কানসাসে হোলি সাইকিয়াট্রিক সার্ভিসেস নামে একটি ক্লিনিক চালাচ্ছিলেন। চিকিত্সার পাশাপাশি তিনি যোগেরও প্রশিক্ষণ দিতেন। তাঁর স্ত্রী বীণা রেড্ডিও এক জন চিকিত্সক। রেড্ডির মৃত্যুতে শোকপ্রকাশ করে সেজউইক কাউন্টি মেডিক্যাল সোসাইটি।