International News

পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাচ্ছে চিন, রিপোর্ট পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরের রিপোর্ট, নিজের সামরিক ঘাঁটি বানানোর জন্য এশিয়ায় তার সবচেয়ে পছন্দের দেশ পাকিস্তানকেই প্রথমে বেছে নিয়েছে চিন। বেজিংয়ের খুব পছন্দের জায়গা পাকিস্তানের জিবৌতি বন্দর। পাকিস্তানে সামরিক ঘাঁটি বানানোর পাশাপাশি এশিয়ায় তার অনেক দিনের বন্ধু দেশগুলিতেও নিজের বাহুবল বাড়ানোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেজিংয়ের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৬:১৯
Share:

চিনা নৌবাহিনীর ডেস্ট্রয়ার।-ফাইল চিত্র।

বন্ধুদের কাঁধে বন্দুক রেখে এশিয়ায় নিজের বাহুবল বাড়াচ্ছে চিন। আর তাতে উদ্বিগ্ন পেন্টাগন।

Advertisement

মার্কিন প্রতিরক্ষা দফতরের রিপোর্ট, নিজের সামরিক ঘাঁটি বানানোর জন্য এশিয়ায় তার সবচেয়ে পছন্দের দেশ পাকিস্তানকেই প্রথমে বেছে নিয়েছে চিন। বেজিংয়ের খুব পছন্দের জায়গা পাকিস্তানের জিবৌতি বন্দর। পাকিস্তানের আরও কয়েকটি জায়গা বেছেছে বেজিং। সে সব জায়গায় সামরিক ঘাঁটি বানানোর পাশাপাশি এশিয়ায় তার অনেক দিনের বন্ধু দেশগুলিতেও নিজের বাহুবল বাড়ানোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেজিংয়ের। নিজেদের সামরিক ঘাঁটি বানানোর জন্য চিনের টার্গেটে রয়েছে তার বহু পুরনো বন্ধু দেশগুলির বন্দরও।

কংগ্রেসে পেশ করা মার্কিন প্রতিরক্ষা দফতরের বার্ষিক রিপোর্টে ওই উষ্মা প্রকাশ করা হয়েছে।

Advertisement

পেন্টাগনের রিপোর্টের দাবি, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরের দিক থেকে বিপদ ঘনিয়ে আসার আগেই লাগোয়া বন্ধু দেশগুলিতে নিজের সামরিক শক্তি মজুত করে রাখতে চাইছে চিন।

তবে পেন্টাগনের বিশ্বাস, বহু পুরনো বন্ধু হলেও অনেক দেশই তাদের মাটিতে চিনের পিপলস লিবারেশন আর্মিকে ঘাঁটি গাড়তে দিতে চাইবে না।

আরও পড়ুন- এ বার ইরান! জোড়া জঙ্গি হামলায় আক্রান্ত তেহরান, পার্লামেন্টে গুলির লড়াই

বালুচিস্তানের গ্বাদর বন্দরকে যে চিন সাজিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দিয়েছে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে ওই বন্দরে সামরিক ঘাঁটি বানানোর ফন্দি এঁটেছে চিন।

চিন যে ভারত মহাসাগর আর তার লাগোয়া এলাকাগুলিকে কড়া নজরে রেখেছে, তা বোঝাতে গিয়ে পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, ‘‘চিন নিয়মিত ভাবে ভারত মহাসাগরে তার টহলদারি চালিয়ে যাচ্ছে সাবমেরিন দিয়ে। এটা শুধুই চিনের নিরাপত্তার স্বার্থে নয়, ভারত মহাসাগরে তার বাহুবল বাড়ানোর লক্ষ্যেও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন