USA

৫০০ ডোজ় নষ্ট! ধৃত ফার্মাসিস্ট

পাঁচশো ডোজ় নষ্ট করার অর্থ ওই সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ০৫:২২
Share:

—প্রতীকী ছবি

প্রতিষেধকের অপেক্ষায় গোটা বিশ্ব। হাতে গোনা কিছু দেশে টিকাকরণ শুরু হয়েছে। এ অবস্থায় করোনা-টিকার পাঁচশোরও বেশি ডোজ় নষ্ট করার অভিযোগ উঠল এক ফার্মাসিস্টের বিরুদ্ধে। আমেরিকার মিলওয়াউকির কাছে একটি হাসপাতালের ঘটনা। জেনেবুঝে করোনা-টিকা নষ্ট করার অভিযোগে ওই ফার্মাসিস্টকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পাঁচশো ডোজ় নষ্ট করার অর্থ ওই সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেওয়া। প্রথমার্ধে এখন বয়স্ক, দুরারোগ্য রোগে আক্রান্ত-সহ সব চেয়ে ঝুঁকির মুখে থাকা লোকজনকে টিকা দেওয়া হচ্ছে। বেপরোয়া ভাবে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, প্রেসিক্রিপশনভূক্ত ওষুধের বিকৃতি ঘটানো, সম্পদের ধ্বংস— ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আগেই তাকে কাজ থেকে বহিস্কার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি লিখিত ভাবে অপরাধ স্বীকার করেছে। সে জানিয়েছে, ভায়াল সঠিক ভাবে সংরক্ষণ করা না-হলে নষ্ট হয়ে যাবে, এ কথা জানা সত্ত্বেও সে ৫৭টি ভায়াল (প্রতি ভায়ালে ১০টি ডোজ় থাকে) রেফ্রিজারেটরের বাইরে রেখেছিল। এ দিকে, ফ্রিজের বাইরে পড়ে থাকা ভায়াল থেকে কয়েক জনকে টিকা দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বেঁধেছে। তদন্ত চলছে গোটা ঘটনার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন