বামিয়ান গুহায় এখন দরিদ্রের দিনযাপন

এক সময় বামিয়ানের এই পার্বত্য গুহায় ছিলেন গৌতম বুদ্ধ। ২০০১ সালে তালিবান হানায় ১৭০০ বছরের পুরনো সেই বুদ্ধমূর্তি ধ্বংস হয়ে যায়। শূন্য পড়ে থাকে বামিয়ানের গুহা। তবে বেশি দিনের জন্য নয়। সম্প্রতি, আলোর সাজে সেই গুহায় ফিরে এসেছেন করুণাঘন। আর, তাঁর সঙ্গে বামিয়ানের গুহায় আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের দরিদ্র মানুষেরা।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ১৭:১৪
Share:

অবসরে।

এক সময় বামিয়ানের এই পার্বত্য গুহায় ছিলেন গৌতম বুদ্ধ। ২০০১ সালে তালিবান হানায় ১৭০০ বছরের পুরনো সেই বুদ্ধমূর্তি ধ্বংস হয়ে যায়। শূন্য পড়ে থাকে বামিয়ানের গুহা। তবে বেশি দিনের জন্য নয়। সম্প্রতি, আলোর সাজে সেই গুহায় ফিরে এসেছেন করুণাঘন। আর, তাঁর সঙ্গে বামিয়ানের গুহায় আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের দরিদ্র মানুষেরা। ঠিক যেখানে বুদ্ধ ছিলেন, তার আশে-পাশে বেশ অনেকগুলো গুহা কেটে চলছে সেই দরিদ্র মানুষদের দিনযাপন। তারই কয়েক ঝলক ধরা দিল এই গ্যালারিতে।

Advertisement

ছবি: এএফপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement