India-Pakistan tensions

‘বিপজ্জনক প্রতিবেশী’! তাই বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছে পাকিস্তান

ইকবাল জানিয়েছেন, সাধারণ মানুষের উপর বোঝা কমাতে চায় শাহবাজ় শরিফের সরকার। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ২১:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের সঙ্গে সংঘাতের আবহে পাকিস্তান ঘোষণা করল যে, চলতি অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করছে তারা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সে দেশের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। তিনি এ-ও জানিয়েছেন যে, তাঁদের প্রতিবেশী ‘বিপজ্জনক’। তাই পাকিস্তানকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’।

Advertisement

ইকবাল জানিয়েছেন, সাধারণ মানুষের উপর বোঝা কমাতে চায় শাহবাজ় শরিফের সরকার। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘সেনবাহিনীর যা প্রয়োজন, তা তাদের হাতে তুলে দেওয়া আমাদের জাতীয় কর্তব্য। সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং আমাদের দেশকে রক্ষা করার জন্যই এটা প্রয়োজন।’’ তার পরেই তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবেশী (ভারত) যে বিপজ্জনক, তা প্রমাণিত। তারা রাতে আমাদের আক্রমণ করেছে। আমরা যোগ্য জবাব দিয়েছি।’’ তাঁর কথায়, ‘‘তারা আবার হামলা করলে আমদের প্রস্তুত থাকতে হবে।’’ আর সেই কারণেই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে বলে জানান ইকবাল।

চলতি মাসের শুরুতে পাকিস্তান সরকার জানিয়েছিল, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করা হবে ২ জুন। শুক্রবার পাকিস্তানের অর্থমন্ত্রী উপদেষ্টা খুররম শাহজ়াদ জানিয়েছেন, ১০ জুন পার্লামেন্টে বাজেট পেশ করা হবে। পাকিস্তানেই অভিযোগ উঠেছে, আইএমএফ (আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার)-এর চাপেই বাজেট পেশ পিছিয়ে দিচ্ছে পাকিস্তান। ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী ইকবাল। তিনি জানিয়েছেন, বন্ধুরাষ্ট্রে পাঁচ দিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী শাহবাজ়। ইদের ছুটি রয়েছে। এ সব কারণে বাজেট পেশ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছে আইএমএফ। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এই ঋণ দেওয়ার বিনিময়ে সংস্কারের শর্ত দেয় আইএমএএফ। সে কারণেই দেরিতে পাকিস্তানে বাজেট পেশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খারিজ করেন ইকবাল।

Advertisement

পহেলগাঁও হামলার পরে ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে। তার পরে বিপাকে পড়েছে পাকিস্তান। ইকবাল জানিয়েছেন, পাকিস্তানে জল প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করার জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ করা হবে। ইকবাল বলেন, ‘‘পাকিস্তানে জলের জোগান সুরক্ষিত করার ব্যবস্থা করছি।’’ তিনি এ-ও জানিয়েছে কৃষি বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য চিনে হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement