(বাঁ দিকে) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। — ফাইল চিত্র।
সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ করেই অবনতি হয়। গত কয়েক দিন ধরেই ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খালেদার বর্তমানে যা শারীরিক অবস্থা, তাতে এই মুহূর্তে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বিদেশ থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য। সোমবার ঢাকায় পৌঁছে গিয়েছে চিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।
৮০ বছর বয়সি বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। শারীরিক অবস্থা কোনও কোনও সময়ে স্থিতিশীল হলেও বিশেষ উন্নতি হয়নি বলেই জানা যাচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কূটনৈতিক মহলেও। উদ্বিগ্ন ভারতও। সোমবার রাতে খালেদার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন মোদী।
খালেদার দ্রুত আরোগ্য কামনা করে সোমবার রাতে সমাজমাধ্যমে দু’টি পোস্ট করেন মোদী। প্রথমটি ইংরেজিতে। পরেরটি বাংলায়। সেখানে মোদী লেখেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীর ভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যে ভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত।’ প্রধানমন্ত্রী মোদীর ওই বার্তার পরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খালেদার দলও।
খালেদার শারীরিক অবস্থা নিয়ে অন্য দেশগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। ঢাকায় অবস্থিত তুরস্ক এবং রাশিয়ার দূতাবাস থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও কয়েক দিন আগে খালেদার আরোগ্য কামনা করে বার্তা পাঠান ঢাকায়।
চিন থেকে বাংলাদেশে যাওয়া চিকিৎসক দল সোমবার সন্ধ্যাতেই মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনাও সেরে নিয়েছে। এই মেডিক্যাল বোর্ডে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছাড়াও রয়েছেন আমেরিকার জন হপকিনস্ হাসপাতালের এক চিকিৎসক এবং লন্ডনের এক চিকিৎসক। এ বার খালেদার চিকিৎসার জন্য চিনা বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে।