Narendra Modi

Modi in Glasgow: গ্লাসগোয় ভারতীয়দের সঙ্গে ড্রাম বাজালেন মোদী, শিশুদের আদর করে জানালেন শুভেচ্ছা

সম্মেলন শেষে গ্লাসগো বিমানবন্দরে এসেছিলেন মোদী। সে সময় তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল এক দল ভারতীয়।

Advertisement

সংবাদ সংস্থা

গ্লাসগো শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১১:৩৭
Share:

ড্রাম বাজাচ্ছেন মোদী। ছবি—রয়টার্স।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে রোম থেকে গ্লাসগোতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে স্কটল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি ড্রামও বাজিয়েছেন তিনি। সম্মেলন শেষে ভারতে ফেরার বিমানে ওঠার আগে ড্রাম বাজাতে দেখা গিয়েছে মোদীকে।

Advertisement

সম্মেলন শেষে গ্লাসগো বিমানবন্দরে এসেছিলেন মোদী। সে সময় তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল এক দল ভারতীয়। তারা বিভিন্ন রকম বাজনা বাজিয়ে তৈরি করেছিলেন উৎসবের আবহ। তাঁদের দেখেই এগিয়ে যান মোদী। তার পর ড্রাম বাজান। সেখানে উপস্থিত ভারতীয়দের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি বাচ্চাদের আদর করতেও দেখা গিয়েছে মোদীকে।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (সিওপি২৬) ভারতের দায়বদ্ধতার কথা ঘোষণা করেছেন তিনি। এই সম্মেলনে উপস্থিত থাকার পাশাপাশি ব্রিটেন, ইজরায়েল, ইটালি, ফ্রান্সের মতো দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। এই সম্মেলনের আগে রোমে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন