Narendra Modi's France Visit

মোদীকে আলিঙ্গন ফরাসি প্রেসিডেন্টের, প্যারিসে ট্রাম্পের ডেপুটির সঙ্গেও কথা প্রধানমন্ত্রীর

প্যারিসে মোদীকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। মোদী সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট মাকরেঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৯
Share:

(বাঁ দিকে) ইমানুয়েল মাকরঁ এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। মঙ্গলবার প্যারিসে। ছবি: পিটিআই।

ফ্রান্স সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্স গিয়েছেন তিনি। সেই সম্মেলনের আগে নৈশভোজে যোগ দেন তিনি। মোদীকে আলিঙ্গন করে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। মোদী সমাজমাধ্যমে লেখেন, ‘‘প্যারিসে বন্ধু তথা প্রেসিডেন্ট মাকরেঁর সঙ্গে দেখা করে খুশি হয়েছি।’’

Advertisement

প্যারিসে নৈশভোজে উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। এআই নিয়ে সম্মেলন উপলক্ষে তিনিও প্যারিসে গিয়েছেন। ট্রাম্পের ডেপুটি ভান্সের সঙ্গেও কথা হয় মোদীর। মাকরঁ এবং ভান্সের সঙ্গে কথোপকথনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দু’দিনের ফ্রান্স সফর শেষ করে বুধবারই আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মোদী। দু’দিনের যুক্তরাষ্ট্র সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করার পর এটিই দু’জনের প্রথম বৈঠক হতে চলেছে।

মাকরেঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে গিয়েছেন মোদী। মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনটি হবে ফ্রান্সে। ২০২৩ সালে এই সম্মেলন শুরু হয় ব্রিটেনে। ২০২৪ সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায়। এ বার আয়োজিত হচ্ছে ফ্রান্সে। সেই সম্মেলনেই থাকবেন মোদী। এই সম্মেলনের মূল লক্ষ্যই হল এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।

Advertisement

এআই সম্মেলন ছাড়াও ফ্রান্স সফরে বেশ কয়েকটি উচ্চস্তরের দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন মোদী। এ ছাড়াও মাকরেঁর সঙ্গেও একান্ত বৈঠক করার কথা আছে তাঁর। ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য, প্রযুক্তিগত অংশীদারি বৃদ্ধির ক্ষেত্রে কী কী করণীয়, তা নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। বুধবার মোদী এবং মাকরঁ— দু’জনে মার্সেইতে মাজ়ারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement