ব্রিটেনকে আবার স্ক্রিপাল নিয়ে খোঁচা

চাপানউতোর চলছেই। স্ক্রিপাল-কাণ্ডে ঘুরিয়ে এ বার ব্রিটেনকেই বিঁধলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আজ তিনি দাবি করেছেন, ব্রেক্সিট-জট থেকে দেশবাসীর নজর সরাতে ব্রিটেনই হামলা চালিয়ে থাকতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০১:২৩
Share:

চাপানউতোর চলছেই। স্ক্রিপাল-কাণ্ডে ঘুরিয়ে এ বার ব্রিটেনকেই বিঁধলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। আজ তিনি দাবি করেছেন, ব্রেক্সিট-জট থেকে দেশবাসীর নজর সরাতে ব্রিটেনই হামলা চালিয়ে থাকতে পারে।

Advertisement

রাশিয়ায় ব্রিটেনের হয়ে কাজ করা প্রাক্তন চর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে মেরে ফেলার পিছনে মস্কোর হাত রয়েছে বলে গোড়া থেকেই সুর চড়িয়ে আসছে ব্রিটেন। সম্প্রতি তাতে সুর মিলিয়ছে আমেরিকা-ফ্রান্সও। ইতিমধ্যেই ১০০-রও বেশি রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ২৫টি দেশ। চাপের মুখে মস্কো। তবু লাভরভ আজ আকার-ইঙ্গিতে যে ভাবে ব্রিটেনকে বিঁধেছেন, তা-ও শোরগোল ফেলে দিয়েছে। রাশিয়ার দাবি, স্ক্রিপালকে খুনের চক্রান্ত আগাগোড়া ব্রিটেনেরই। অবশ্য ওই নার্ভ এজেন্ট কী ভাবে তাদের হাতে গেল, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ দিকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে এখনও দ্বিমত রয়েছে দেশের একাংশে। ব্রেক্সিট শর্ত নিয়েও চাপা অস্বস্তিতে টেরেসা মে-র সরকার। রুশ বিদেশমন্ত্রীর দাবি, এ সবের জেরে স্ক্রিপাল-কাণ্ড ঘটানো ব্রিটেনের পক্ষে একেবারেই অস্বাভাবিক নয়। ব্রিটেনের স্পেশাল ফোর্সও এতে জড়িত থাকতে পারে কটাক্ষ করেছেন তিনি।

Advertisement

শুধু প্রশ্ন ছুড়ে দেওয়া নয়, রাশিয়া চাইছে এ সবের উত্তর দিক লন্ডন। ঘরে-বাইরে চাপের মুখে তারা বাস্তববুদ্ধি খুইয়েছে বলেও আজ কটাক্ষ করেন লাভরভ। ব্রিটেনের তরফে অবশ্য এখনও কোনও পাল্টা প্রতিক্রিয়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন