বাংলাদেশে জঙ্গিবিরোধী অভিযানে ওসি গুলিবিদ্ধ, দু’দিনে ধৃত সাড়ে চার হাজার

বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গেন্ডারিয়া থানার ওসি। পাল্টা গুলিতে আহত হয়েছে তিন সন্ত্রাসবাদী। আটক করা হয়েছে সাত জনকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ২০:৩২
Share:

বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গেন্ডারিয়া থানার ওসি। পাল্টা গুলিতে আহত হয়েছে তিন সন্ত্রাসবাদী। আটক করা হয়েছে সাত জনকে। বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জেলায় বেশ কয়েকটি টার্গেট কিলিংয়ের পর জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামার ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। দেশব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত মোট ৪৮ জঙ্গি-সহ ১৪৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগের দিন শুক্রবার ৩৭ জঙ্গি-সহ আরও ৩১৯২ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান রবিবার দুপুরে এ তথ্য জানান।

Advertisement

গেন্ডারিয়া পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে পুরনো ঢাকার গেন্ডারিয়ায় সন্ত্রাসীকে ধরতে অভিযানে নামে পুলিশ। দয়াগঞ্জ রেললাইনের পাশে নামাপাড়া বস্তিতে পুলিশ তল্লাশি করতে গেলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হন গেন্ডারিয়া থানার ওসি। তিন দুষ্কৃতীও গুলিবিদ্ধ হয়েছে।

এ অভিযানে একটি বিদেশি রিভলবার, ছ’রাউন্ড তাজা গুলি-সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। সাত জনকে আটক করে পুলিশ। আটকরা জঙ্গি কিনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনও জানা না গেলেও, এরা পুলিশের তালিকাভূক্ত দুষ্কৃতী বলে জানান এক পুলিশ কর্তা।

Advertisement

আরও পড়ুন

আশ্রমিক খুনে দায় নিল আইএস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement