পাল্লা ভারী প্রেসিডেন্টের

উনিশ কোটি মানুষ আজ ভোট দিয়েছেন ইন্দোনেশিয়ায়। দেশের মোট জনসংখ্যার ৭৪ শতাংশ মানুষ ভোট দিতে সক্ষম।

Advertisement

সংবাদ সংস্থা

জাকার্তা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ০৪:০২
Share:

ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। বুধবার জাকার্তায়। এপি

বিশ্বের সবচেয়ে বড় এক দিনের ভোট হল আজ, ইন্দোনেশিয়ায়। আট ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ পর্ব। এই প্রথম এই দ্বীপপুঞ্জে পার্লামেন্ট, প্রেসিডেন্ট এবং আঞ্চলিক স্তরের ভোট একসঙ্গে এক দিনে হল। দেশের পূর্বতম প্রান্ত পাপুয়া প্রদেশে ভোট শুরু হয় সবার আগে। ফলাফল এখনই প্রকাশিত না হলেও বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো-ই প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে ফের নির্বাচিত হতে চলেছেন। গত কাল পূর্ব জাভায় টর্নেডোর জেরে দু’টি গ্রাম তছনছ হয়ে যায়। যার জেরে সেখানকার বুথগুলি অন্য সুরক্ষিত জায়গায় সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

Advertisement

উনিশ কোটি মানুষ আজ ভোট দিয়েছেন ইন্দোনেশিয়ায়। দেশের মোট জনসংখ্যার ৭৪ শতাংশ মানুষ ভোট দিতে সক্ষম। যে হেতেু এই প্রথম আঞ্চলিক, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন একসঙ্গে একই দিনে হচ্ছে, তা-ই এ বারের নির্বাচনী প্রক্রিয়াও ছিল বেশ জটিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন