UK

আত্মহত্যা করার মুহূর্তে যুবককে বাঁচালেন রেডিয়ো জকি, কী ভাবে?

‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমায় আমরা দেখেছিলাম ‘রেডিয়ো জকি’ মুন্না ভাইকে। আত্মহত্যাপ্রবণ মানুষকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়েও আনতে দেখা গিয়েছিল তাঁকে। বাস্তবে সেই রকমই ঘটনা ঘটালেন ব্রিটেনের ‘টকরেডিয়ো’ স্টেশনের সঞ্চালক লেইন লি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৫:১৫
Share:

এই সেই রেডিয়ো জকি লেইন লি।

‘আমি তোমাকে মারা যেতে দেখতে চাইনা ক্রিস। আমি চাই আগামিকালও আমার সঙ্গে কথা বল তুমি, যখন তুমি ড্রাগের ঘোরে থাকবে না। আমি তোমাকে মারা যেতে দেখতে চাইনা, কারণ আমি ভালবাসি তোমাকে’।

Advertisement

এ যেন আরেক মুন্না ভাই। ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমায় আমরা দেখেছিলাম ‘রেডিয়ো জকি’ মুন্না ভাইকে। রেডিয়ো টক-শোর মাধ্যমে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান খুঁজে দিতেন তিনি। এমনকি আত্মহত্যাপ্রবণ মানুষকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়েও আনতে দেখা গিয়েছিল তাঁকে। বাস্তবে সেই রকমই ঘটনা ঘটালেন ব্রিটেনের ‘টকরেডিয়ো’ স্টেশনের সঞ্চালক লেইন লি।

রেডিয়োতে অনুষ্ঠান চলাকালীনই লেইন লি একটি ফোন পান ক্রিস নামক এক ব্যক্তির থেকে। ক্রিস লেইনকে বলেন যে তিনি আত্মহত্যা করতে চলেছেন। আত্মহত্যা করতে চেয়ে বেশ কয়েকটি ঘুমের বড়িও তিনি খেয়ে ফেলেছেন বলে জানান লেইনকে। বিপদ বুঝতে পেরে লেইন বেশ কিছুক্ষণ কথায় কথায় ভুলিয়ে রাখেন ক্রিসকে। ওই অনুষ্ঠানের প্রোডিউসার সেই মুহূর্তেই যোগাযোগ করেন স্থানীয় পুলিশের সঙ্গে। যে সময়টুকু লেইন ভুলিয়ে রেখেছিলেন ক্রিসকে, তার মধ্যেই পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁকে।

Advertisement

আরও পড়ুন: বড়দিনের আগে কানাডার রাস্তায় সান্তা, তবে ‘ক্লজ’ নয়, ‘সিংহ’!

লেইনের সঙ্গে ক্রিসের কথোপকথেনর একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে টক রেডিয়োর পক্ষ থেকে। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিয়োটি। লেইনকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। দেখে নিন লেইনের সঙ্গে ক্রিসের কথোপকথনের সেই ভিডিওটি:

রেডিয়োর জনপ্রিয়তা খর্ব হচ্ছে বলে হা-হুতাশ প্রায়ই শুনতে পাওয়া যায় এখন। কিন্তু সেই ঘটনার পর থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত লেইনও। একটি টুইট বার্তায় নিজের সেই ভাললাগার কথা তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

আরও পড়ুন: দেখতে অবিকল এক, ‘আসল’ অপরাধীর বদলে তাই ১৭ বছর জেল খাটলেন আমেরিকান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন