ব্লেসিকে ভেঙিয়ে বিতর্কে ট্রাম্প

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্রেট ক্যাভানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। মঙ্গলবার সেই অভিযোগকারিণী, ক্যালিফর্নিয়াবাসী অধ্যাপক ক্রিস্টিন ব্লেসি ফোর্ডকে নিয়ে জনসমক্ষে ব্যঙ্গ করলেন ট্রাম্প। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০৩:৪৫
Share:

সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্রেট ক্যাভানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। মঙ্গলবার সেই অভিযোগকারিণী, ক্যালিফর্নিয়াবাসী অধ্যাপক ক্রিস্টিন ব্লেসি ফোর্ডকে নিয়ে জনসমক্ষে ব্যঙ্গ করলেন ট্রাম্প।

Advertisement

এ দিন মিসিসিপিতে এক নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন, ‘‘উনি হেনস্থার ঘটনা মনে করতে পারছেন না।’’ সেনেটের একটি প্যানেলের কাছে সম্প্রতি বিবৃতি জমা দিয়েছেন ব্লেসি। সেই প্রশ্নোত্তরপর্বকে ব্যঙ্গ করে ট্রাম্প বলেন, ‘খুবই বিশ্বাসযোগ্য সাক্ষ্য’। ট্রাম্প বলেন, ‘‘উনি কিছু জানেন না। কী ভাবে বাড়ি পৌঁছেছিলেন? মনে নেই। জায়গাটা কোথায়? মনে নেই। কত বছর আগের ঘটনা? জানি না। কোন এলাকায়? কোন বাড়িতে? নীচের তলায় না ওপরের তলায়? উনি কিছুই মনে করতে পারছেন না। ওঁর শুধু মনে আছে, সে দিন একটি মাত্র বিয়ার পান করেছিলেন। আর এক জনের জীবন শেষ।’’ এই ধরনের মন্তব্যের জন্য কড়া সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। মনোবিদ্যার অধ্যাপক মিশেল ব্রোমউইচ টুইটারে লেখেন, এই ধরনের টিটকিরির ভয়েই নির্যাতিতারা মুখ খুলতে ভয় পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement