সহিষ্ণুতার বার্তা যুবরাজ চার্লসের

বড়দিনের বিশেষ বার্তায় ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন ব্রিটেনের যুবরাজ। মনে করিয়ে দিলেন, হিটলার-পূর্ববর্তী তিরিশের দশকের ‘অন্ধকার সময়ে’র কথাও! বৃহস্পতিবার প্রিন্স চার্লস বিবিসি-র একটি বিশেষ অনুষ্ঠানে এই রেডিও-বার্তা দিয়েছেন। বলেন, ভিন্ন ধর্মে বিশ্বাসীদের শ্রদ্ধা করতে হবে।

Advertisement
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:৫৬
Share:

বড়দিনের বিশেষ বার্তায় ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সরব হলেন ব্রিটেনের যুবরাজ। মনে করিয়ে দিলেন, হিটলার-পূর্ববর্তী তিরিশের দশকের ‘অন্ধকার সময়ে’র কথাও! বৃহস্পতিবার প্রিন্স চার্লস বিবিসি-র একটি বিশেষ অনুষ্ঠানে এই রেডিও-বার্তা দিয়েছেন। বলেন, ভিন্ন ধর্মে বিশ্বাসীদের শ্রদ্ধা করতে হবে। না হলে ‘অতীতের আতঙ্ক’ ফিরে আসবে। ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি ৬৮ বছরের চার্লস বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন জায়গায় এমন সব গোষ্ঠীর উত্থান দেখতে পাচ্ছি, যারা সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি প্রবল আক্রমণাত্মক। এই সব ঘটনা ১৯৩০-এর সময়ের গভীর আতঙ্কের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে।’’ এই প্রসঙ্গে তিনি নিজের জন্ম ও ছোটবেলার কথাও টেনে এনেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন