‘ডায়ানা বেঞ্চ’

সেই তাজমহল। ২৪ বছর আগে এসেছিলেন যুবরানি ডায়ানা। ছবি তুলেছিলেন এই মার্বেলের বেঞ্চে বসে। সেই থেকে বেঞ্চটির নামই হয়ে যায় ‘ডায়ানা বেঞ্চ’। চার্লসের সঙ্গে তখনও বিবাহবিচ্ছেদ না হলেও তাজ-সফরে ডায়ানার সঙ্গী হননি তিনি। তারিখটা ছিল ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি। দু’যুগ পরে সেই তাজেই এলেন ডায়ানার পুত্র-পুত্রবধূ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০৩:২৬
Share:

ছবি: এএফপি।

সেই তাজমহল। ২৪ বছর আগে এসেছিলেন যুবরানি ডায়ানা। ছবি তুলেছিলেন এই মার্বেলের বেঞ্চে বসে। সেই থেকে বেঞ্চটির নামই হয়ে যায় ‘ডায়ানা বেঞ্চ’। চার্লসের সঙ্গে তখনও বিবাহবিচ্ছেদ না হলেও তাজ-সফরে ডায়ানার সঙ্গী হননি তিনি। তারিখটা ছিল ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি। দু’যুগ পরে সেই তাজেই এলেন ডায়ানার পুত্র-পুত্রবধূ। ‘ডায়ানা বেঞ্চে’ বসেই ছবি তুললেন উইলিয়াম-কেট। তবে রাজদম্পতি বসার আগে ভিজে তোয়ালে জড়িয়ে ঠান্ডা করতে হল ৪০ ডিগ্রি গরমে তেতে ওঠা বেঞ্চটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন