International news

ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ভারত-পাকিস্তান, বললেন ট্রাম্প

এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই হিংসা থামানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৩৩
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

পুলওয়ামা হামলার জেরে উপত্যকায় তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে সচেষ্ট হল আমেরিকা। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই হিংসা থামানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Advertisement

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা চাই এটা (হিংসা) থামুক। প্রচুর মানুষ মারা গিয়েছেন। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমরা এর (প্রক্রিয়াটার) সঙ্গে ভীষণভাবে জড়িত।’’

ভারতের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ভারত খুব কড়া উত্তরের কথা ভাবছে। প্রায় ৫০ জনের প্রাণ যাওয়ার পর এরকম মানসিকতা জন্মানোটা বুঝি। আমরা দু’দেশের সঙ্গেই কথা বলছি। প্রচুর মানুষ কথা বলছে। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। খুব ভারসাম্য বজায় রেখে বিষয়টা আলোচনা করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: চিনের প্রাচীর টপকে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে নাম জইশের

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান আগে আমেরিকার কাছ থেকে অনেক সুবিধা পেয়ে এসেছে। আমেরিকা প্রতি বছর পাকিস্তানকে ১৩০ কোটি ডলার সাহায্য করত। পরিবর্তে পাকিস্তানের থেকে যথাযথ সাহায্য না মেলায় তিনি এই অর্থ সাহায্য বাতিল করে দিয়েছেন। তবে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ফের সম্পর্ক ভাল হচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। ভারত-পাক টানাপড়েন নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন, জানান ট্রাম্প।

আরও পড়ুন:প্রত্যাঘাতে প্রস্তুত, সুর চড়িয়ে নয়াদিল্লিকে হুমকি পাকিস্তানের সেনাবাহিনীর

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় লক্ষ্য করে জইশ ই মহম্মদ জঙ্গির আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জওয়ান। তার পর থেকেই আরও উত্তপ্ত দু’দেশের সম্পর্ক। কড়া প্রত্যুত্তরের হুঁশিয়ারি দিয়েছে ভারত। সাংবাদিক বৈঠকে পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)–এর ডিজি জেনারেল আসিফ গফুরও জানিয়ে দিয়েছেন, আগ বাড়িয়ে যুদ্ধে যাবে না পাকিস্তান। কিন্তু ভারত আক্রমণ করলে তাঁরাও ছেড়ে কথা বলবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement