পিরামিড-কাঠামো মঙ্গলের মাটিতে?

মঙ্গলে কি প্রাণ আছে? প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানীদের মনে। কৌতূহল নিরসনে নাসার মঙ্গলযান কিউরিওসিটি রোভার বহু দিন আগেই পাড়ি জমিয়েছে লালগ্রহের মাটিতে। পড়শি গ্রহের বহু ছবিও তুলে পাঠিয়েছে ‘মিস কৌতূহল’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ২০:৫২
Share:

ছবি: এপি।

মঙ্গলে কি প্রাণ আছে?

Advertisement

প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে বিজ্ঞানীদের মনে। কৌতূহল নিরসনে নাসার মঙ্গলযান কিউরিওসিটি রোভার বহু দিন আগেই পাড়ি জমিয়েছে লালগ্রহের মাটিতে। পড়শি গ্রহের বহু ছবিও তুলে পাঠিয়েছে ‘মিস কৌতূহল’। গত ৭ মে এমনই কয়েকটি ছবি দেখে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে পিরামিডের মতো দেখতে কয়েকটি কাঠামোর সন্ধান মিলেছে। সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলে প্রাণের সন্ধান থাকা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

রোভারের মাস্টক্যাম থেকে নেওয়া ছবি দেখে পিরামিডের সঙ্গে ওই ছবির অনেকাংশেই মিল খুঁজে পাওয়া গিয়েছে। পিরামিডের মতো উঁচু কাঠামোগুলি আকারে ছোটখাটো গাড়ির মতো। মঙ্গলে প্রাণ থাকা নিয়ে প্রশ্নের স্বপক্ষে এখনও পর্যন্ত এটিই সবচেয়ে জোরালো প্রমাণ বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement