ভোর রাতে কেঁপে উঠল পাকিস্তান, রেশ ভারতেও

ভোর রাতে কেঁপে উঠল আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান। সেই সঙ্গেই কেঁপে উঠল গোটা উত্তর ভারতও। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী করাচি সহ পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশে রিখটার স্কেলে ছয় দশমিক দুই মাত্রার কম্পন অনভূত হয়।

Advertisement
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১১:০১
Share:

ভোর রাতে কেঁপে উঠল আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান। সেই সঙ্গেই কেঁপে উঠল গোটা উত্তর ভারতও। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী করাচি সহ পাকিস্তানের উত্তর-পশ্চিম অংশে রিখটার স্কেলে ছয় দশমিক দুই মাত্রার কম্পন অনভূত হয়। আফগানিস্তানে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক নয়। তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্ত থেকে ৮৬ কিলোমিটার দূরে ভূমিকম্পের উত্সস্থল বলে জানা গিয়েছে।

Advertisement

খাইবার-পাখতুনওয়ালা ও পঞ্জাব প্রদেশের অধিকাংশ অংশে কম্পন অনুভূত হয়েছে। মারি, ইসলামাবাদ, রওয়ালপিন্ডি, লাহোর, ফয়জলবাদ, ঝিলমস সিয়ালকোট, বিহারি, সাহিওয়াল, কসুর, সরগোদা, ভক্কর ও সহিপুরাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। পেশোয়ার, মনসেরা, শাংলা, সোয়াত, নওশেরহা, দিরবালা সংলগ্ন এলাকায় কম্পেনর তীব্রতা কিছুটা কম ছিল।

খাইবার-পাখতুনওয়ালা প্রদেশের মানুষেরা আতঙ্কে বাড়ি ছেড়ে খোলা আকাশের তলায় আশ্রয় নিয়েছেন। সোয়াত উপত্যকায় বহ বাড়ি ধুলিস্যাত্ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

এই নিয়ে এক মাসের মধ্যে দু’বার কেঁপে উঠস পাক-আফগান সীমান্ত। গত ২৬ অক্টোবর সাত দশমিক পাঁচ মাত্রার কম্পনে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছিল। উত্তর ভারতের বহু অংশে কম্পনে রেশ অনুভূত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন