রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশে

শান্তিনিকেতনের আদলে বাংলাদেশে তৈরি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজাদপুর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান। এখানকার কাছারিবাড়িতে এসে থাকতে ভালবাসতেন বিশ্বকবি। বাংলাদেশের ক্যালেন্ডার অনুসারে শুক্রবার ছিল ২৫ বৈশাখ। সারা দেশের সঙ্গে শাহজাদপুরেও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, জমিদারি দেখভাল করতে এখানে এসে থাকলেও অন্যদের মতো তিনি প্রজাশোষণ করে কোষাগার স্ফীত করতেন না। সুখে দুঃখে প্রজাদের সঙ্গে থাকতেন। প্রধানমন্ত্রী জানান, শাহজাদপুরের বিশ্ববিদ্যালয়টির দু’টি অনুষদ বা শাখা হবে কুষ্ঠিয়ার শিলাইদহ ও নওগাঁর পাতিসরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০৩:৪৭
Share:

শান্তিনিকেতনের আদলে বাংলাদেশে তৈরি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজাদপুর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান। এখানকার কাছারিবাড়িতে এসে থাকতে ভালবাসতেন বিশ্বকবি। বাংলাদেশের ক্যালেন্ডার অনুসারে শুক্রবার ছিল ২৫ বৈশাখ। সারা দেশের সঙ্গে শাহজাদপুরেও পালিত হয় রবীন্দ্র জন্মোৎসব। প্রধানমন্ত্রী হাসিনা বলেন, জমিদারি দেখভাল করতে এখানে এসে থাকলেও অন্যদের মতো তিনি প্রজাশোষণ করে কোষাগার স্ফীত করতেন না। সুখে দুঃখে প্রজাদের সঙ্গে থাকতেন। প্রধানমন্ত্রী জানান, শাহজাদপুরের বিশ্ববিদ্যালয়টির দু’টি অনুষদ বা শাখা হবে কুষ্ঠিয়ার শিলাইদহ ও নওগাঁর পাতিসরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement