বাঁদরের এই নিজস্বী ঘিরেই বিতর্ক।
ইন্দোনেশিয়ার বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বাঁদরের নিজস্বী (সেল্ফি)। কিন্তু সে ছবির কপিরাইট কার তা নিয়ে উঠেছে প্রশ্ন।
সালটা ২০১১। ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড জে সালটার পশু-পাখিদের ছবি তুলতে ব্যস্ত ছিলেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের জঙ্গলে। তখনই ডেভিডের হাত থেকে তাঁর মূল্যবান ক্যামেরাটি কেড়ে নেয় ম্যাকাকা নিগ্রা প্রজাতির একটি বাঁদর।
অজানা নতুন যন্ত্রটি হাতে পেয়ে আনন্দে ওই স্ত্রী বাঁদরটি ক্লিক করে বসে নিজের কয়েকটি নিজস্বী। তবে শুধু নিজের ছবি তুলেই থামেনি সে। তুলেছে পরিবারের বাকি সদস্যদেরও ছবি। পরে অনেক চেষ্টায় ডেভিড তাঁর ক্যামেরাটি কোনও ক্রমে হাতে পান। কিন্তু তার পরেও তাঁর সমস্যা কমেনি। বরং বেড়েছে।
সম্প্রতি ডেভিডের ক্যামেরায় তোলা বাঁদরের নিজস্বীগুলির মধ্যে একটি ছবি ব্যবহার করে উইকিমিডিয়া। তার পরই শুরু হয় সমস্যা।
ডেভিডের দাবি, তাঁর ক্যামেরা থেকে নিজস্বীটি তোলা হয়েছে তাই ওই ছবির কপিরাইট তাঁর। তাই ডেভিডকে উইকিমিডিয়া কর্তৃপক্ষ যেন তাঁর প্রাপ্য অর্থ দেন। কিন্তু উইকিমিডিয়া কর্তৃপক্ষ সাফ জানান, ছবিটি তুলেছে বাঁদরটি নিজে। শুধু ক্যামেরাটি ছিল ডেভিডের। তাই এই ছবির কপিরাইটে ডেভিডের কোনও অধিকার নেই।
অবশ্য ডেভিডের পাল্টা যুক্তি, “ফটোগ্রাফি খুবই খরচসাপেক্ষ একটি শিল্প। ২০১১-তে ইন্দোনেশিয়া গিয়ে ছবি তুলতে গিয়ে আমার দু’হাজার ডলারের বেশি খরচ হয়েছিল। নিজস্বীটি তুলেছিল ওই বাঁদরটি। কিন্তু নিজস্বীটি তোলার জন্য ক্যামেরার সমস্ত সেটিং আমি করেছিলাম। ওই ছবিটির জন্য তিন বছরে প্রায় ১০ হাজার মার্কিন ডলার লাভ করতাম। সে সুযোগও হারিয়েছি।”
এর পরও উইকিমিডিয়া ডেভিডের কোনও কথাই শুনতে রাজি নয়। তাদের মতে, মার্কিন আইন অনুযায়ী মানুষ ছাড়া অন্য কোনও প্রাণীর কপিরাইট পাওয়ার অধিকার নেই। ডেভিড নিজেই আগে ইন্টারনেটে একটি সাইটে ছবিটি বাঁদরের তোলা বলে প্রকাশ করেছিলেন। তাই এখন ওঁর কপিরাইট দাবি করা ঠিক নয়। যদিও ডেভিড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি উইকিমিডিয়া সংস্থার বিরুদ্ধে ৩০ হাজার ডলারের মামলা করবেন।