মার্কিন কূটনীতিক ছাঁটতে চায় রাশিয়া

রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ দিন বলেছেন, ১ সেপ্টেম্বরের মধ্যে মস্কোয় মার্কিন কূটনৈতিক অফিসারের সংখ্যা কমাতে হবে।

Advertisement

মস্কো

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০২:২১
Share:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: রয়টার্স

মার্কিন নয়া নিষেধাজ্ঞা নিয়ে গতকালই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছিলেন, ‘‘রাশিয়া-বিরোধী একটা উন্মত্ততা যেন চলছে আমেরিকায়। শুক্রবার সেই তিক্ততা বাড়ল আরও একটু। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এ দিন বলেছেন, ১ সেপ্টেম্বরের মধ্যে মস্কোয় মার্কিন কূটনৈতিক অফিসারের সংখ্যা কমাতে হবে। সেই সংখ্যাটা এখন হতে হবে ৪৫৫। কারণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে গত ডিসেম্বরে ওবামা প্রশাসন ৩৫ জন রুশ অফিসারকে বহিষ্কার করেছিল। তার পর থেকে আমেরিকায় মোট ৪৫৫ জন রুশ কূটনীতিকই রয়েছেন।

Advertisement

শুধু তাই নয়, অগস্টের প্রথম দিনেই মস্কোয় মার্কিন গুদামঘর ব্যবহার বন্ধ করতে চায় তারা। রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ‘‘আমেরিকা এর পরে যদি তাদের দেশে আরও রুশ কূটনীতিক কমানোর কথা ভাবে, তা হলে মস্কোও সেই পথেই এগোবে।’’

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও ক্রিমিয়ায় জোর করে রুশ দখলদারি— এমন বেশ কিছু কারণে নতুন করে মস্কোর উপরে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তাতে সায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই পরিস্থিতিতে পুতিনের দেশ মার্কিন কূটনীতিক ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়ায় মার্কিন দূত জন টেফট বলছেন, ‘‘এর প্রতিবাদ জানাই। অত্যন্ত হতাশাজনক বিষয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement