(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। —ফাইল চিত্র।
গত সপ্তাহে তুরস্কের ইস্তানবুলে হওয়া শান্তি বৈঠকে সেনাদের মৃতদেহ বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছিল রাশিয়া এবং ইউক্রেন। সেই মতো প্রথম দফায় রবিবার একটি ট্রেনে ১২১২ জন সেনার মৃতদের ইউক্রেনে পাঠাল রাশিয়া। সে দেশের সংবাদ সংস্থা ‘তাস’-এর একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
রাশিয়ার তরফে ইস্তানবুলে আলোচনায় যোগ দিয়েছিলেন সে দেশের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার জ়োরিন। তিনি ‘তাস’-কে জানান, ইউক্রেনের মৃত সেনাদের অনেককেই শনাক্ত করা গিয়েছে। বাকিদের শনাক্ত করা হয় পোশাক এবং কোন এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে, তার উপর ভিত্তি করে।
২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। কখনও রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনের একের পর এক শহর। তেমন পাল্টা হামলাও চালিয়েছে ইউক্রেন সেনা। কী ভাবে দুই দেশের মধ্যে শান্তি ফেরানো যায়, যুদ্ধবিরতি সম্ভব হয়— তা নিয়ে বিভিন্ন দেশ উদ্যোগী হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বার বার যুদ্ধ বন্ধের আহ্বান জানান। দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেও আলাদা আলাদা করে কথা বলেন। সাম্প্রতিক আলোচনাতেও রফাসূত্র মেলেনি। তবে ওই বৈঠকে দুই দেশ সিদ্ধান্ত নেয় যে তারা ১২০০০ সেনার মৃতদেহও বিনিময় করবে। রাশিয়ার পর এ বার ইউক্রেনেরও রুশ সেনাদের মৃতদেহ ফেরত পাঠানোর কথা।