Russia-Ukraine War

ইউক্রেনে ‘সবচেয়ে বড় বিমান হামলা’ চালাল রাশিয়া! প্রতিরোধের সময় ধ্বংস এফ-১৬ যুদ্ধবিমান

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের মতে, যুদ্ধ শুরুর পর থেকে এটাই বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৪০
Share:

ইউক্রেনে রুশ হামলা। —ফাইল চিত্র।

ইউক্রেনের উপর আছড়ে পড়ল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া! রবিবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে খবর। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলাও চালিয়েছে রুশ সেনা, এমনই খবর রয়টার্স সূত্রে! ইউক্রেন সেনা সূত্রে দাবি করা হয়েছে, রুশ হামলা প্রতিরোধ করার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এক পাইলটের মৃত্যু হয়েছে বলেও খবর।

Advertisement

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ইউক্রেনে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় কিভের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকে হামলা, পাল্টা হামলায় বিধ্বস্ত দুই দেশ। তবে কেউই একে অপরের বিরুদ্ধে হামলার পথ থেকে সরে আসেনি। ইউক্রেন সেনাবাহিনী সূত্রে খবর, তিন বছর ধরে চলা যুদ্ধে এটাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘সবচেয়ে বড় আকাশপথে হামলা’। এক রাতেই ৫০০টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছেন ইউক্রেনের এক কর্তা।

Advertisement

ইউক্রেনের বিমানবাহিনীর মতে, ৪৭৭টি ড্রোন হামলা করা হয়েছে। একই সঙ্গে ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনা। তার মধ্যে ২৪৯টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এ ছাড়াও ২০০-র বেশি ড্রোনকে ‘ইলেকট্রনিক জ্যামিং’-এর মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের বিমানবাহিনীর তরফে ইউরি ইহনাথ ‘এপি’-র কাছে দাবি করেছেন, ‘‘এটি ছিল সবচেয়ে বড় বিমান হামলা।’’ ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতির কথা উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, রুশ হামলা অনেকটা প্রতিহত করা হয়েছে। এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট রুশ সেনার অন্তত সাতটি বিমান গুলি করে নামিয়েছেন। তবে শেষটিতে হামলা চালানোর সময় ক্ষতিগ্রস্ত হয় তাঁর এফ-১৬ বিমানটি। নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। মৃত্যু হয় পাইলটের।

উল্লেখ্য, ২০২৪ সালেই ইউক্রেন প্রথম এফ-১৬ যুদ্ধবিমান হাতে পায়। নেদারল্যান্ডস এবং ডেনমার্ক থেকে দু’টি যুদ্ধবিমান দু’টি আসে। তার মধ্যেই একটি ধ্বংস হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement