International news

সিরিয়ার আকাশে আমেরিকার বিমান উড়লেই গুলি করে নামব, হুঁশিয়ারি রাশিয়ার

রবিবার সিরিয় বাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে আমেরিকা। সিরীয় বিমানটি রাকার আকাশে উড়ছিল বলে খবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ২০:৫৪
Share:

প্রতীকী ছবি।

আমেরিকাকে ফের চড়া হুঁশিয়ারি রাশিয়ার। আমেরিকা বা তার সহযোগী দেশগুলির কোনও যুদ্ধবিমানকে সিরিয়ার আকাশে দেখলেই সেটিকে গুলি করে নামানো হবে— ওয়াশিংটনকে এমনই হুঁশিয়ারি দিল মস্কো। রবিবার সিরিয় বাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে আমেরিকা। সিরীয় বিমানটি রাকার আকাশে উড়ছিল বলে খবর। সতখনই সেটিকে গুলি করে নামায় মার্কিন বাহিনী। এই ঘটনার পরই আমেরিকাকে হুমকি দিয়েছে রাশিয়া। আমেরিকার সঙ্গে হটলাইন যোগাযোগও রাশিয়া আপাতত বন্ধ রাখবে বলে সোমবার এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন: পাকিস্তান জিততেই উৎসবে মাতল অশান্ত কাশ্মীরের বিভিন্ন এলাকা

রবিবার সিরিয়ার ফাইটার জেটকে গুলি নামানোর পর ওয়াশিংটন জানায়, সিরিয়ার এসইউ-২২ বিমানটি তাবকোয়ার কাছে মার্কিন সমর্থিত বাহিনীর উপর বোমা ফেলছিল। আত্মরক্ষার তাগিদেই মার্কিন বাহিনীর একটি এফ-১৮ সুপার হর্নেট ওই সিরীয় যুদ্ধ বিমানটিকে গুলি করে নামায় বলে ওয়াশিংটন জানায়। সিরিয়ার আসাদ সরকারের পক্ষ থেকে অবশ্য অন্য রকম বয়ান দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালীনই আমেরিকা গুলি করেছে সিরীয় জেটটিতে। মার্কিন সমর্থিত বাহিনীর কোনও ক্ষতি জেটটি করছিল না বলে আসাদের বাহিনীর দাবি।

Advertisement


সিরিয়ার একটি ফাইটার জেট। —ফাইল চিত্র।

সিরিয়ায় আসাদ সরকারের পাশে বরাবরই দাঁড়িয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে, সিরিয়ার বিদ্রোহীদের পাশে রয়েছে আমেরিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement