Russia-Ukraine Crisis

Russia-Ukraine COnflict: পর পর বিস্ফোরণ, এ বার কিভের মেট্রো স্টেশনেও হামলা রুশ বাহিনীর

কিভের দক্ষিণে প্রধান রেলস্টেশনেও বুধবার হামলা চালায় রাশিয়া। রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। ট্রেন ধরে বহু মানুষ শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ট্রেন পরিষেবাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অ্যান্টন হেরাসচেঙ্কো।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৫:১৮
Share:

ছবি: রয়টার্স।

ইউক্রেনের একটি মেট্রো স্টেশনের কাছে হামলা চালাল রাশিয়া। স্থানীয় সময় বুধবার সকালে পর পর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। এমনই দাবি করা হয়েছে স্থানীয় সংবাদপত্র ‘দ্য কিভ ইনডিপেনডেন্ট’-এ।

দ্রুজভি নারোদিভ নামে ওই মেট্রো স্টেশনে ‘বম্ব শেল্টার’ হিসেবে আশ্রয় নিয়েছেন বহু ইউক্রেনীয়। পর পর চারটি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশ্রিতদের মধ্যে। প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পরই কিভ ওব্লাস্টস মিকোলেভ, লিভিভ, জাইতোমির-সহ বেশ কিছু জায়গায় এয়ার রেড সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বিবৃতি জারি করে জানিয়েছেন, বুধবার রাতে মেট্রো স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলায় কতটা ক্ষতি হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

কিভের দক্ষিণে প্রধান রেলস্টেশনেও বুধবার হামলা চালায় রাশিয়া। রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। ট্রেন ধরে বহু মানুষ শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ট্রেন পরিষেবাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা অ্যান্টন হেরাসচেঙ্কো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন