Donald Trump-Vladimir Putin

পুতিন-ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি চলছে! আমেরিকার ঘোষণার পরেই ভিন্ন দাবি রাশিয়ার উপবিদেশমন্ত্রীর

গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের পরে ট্রাম্প জানিয়েছিলেন, পরিস্থিতির অগ্রগতি হয়েছে এবং ইউক্রেন ইস্যুতে তাঁরা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছেন। তার পরে কী হল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:২৭
Share:

ভ্লাদিমির পুতিন (বাঁ দিকে)-এর সঙ্গে কি ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)-এর বৈঠক হবে! — ফাইল চিত্র।

হোয়াইট হাউস যখন বলছে, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বৈঠক খুব শীঘ্র হওয়ার পরিকল্পনা নেই, তখন রাশিয়ার এক কূটনীতিক জানালেন, দুই রাষ্ট্রনেতার সেই বৈঠকের প্রস্তুতি চলছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ এমনটাই জানিয়েছে। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সারগেই রিয়াবকভ জানিয়েছেন, রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্টের সম্মেলনে কোনও বাধা তিনি দেখতে পাচ্ছেন না।

Advertisement

আরআইএ রিয়াবকভকে উদ্ধৃত করে বলে, ‘‘বৈঠকের (পুতিন-ট্রাম্পের) প্রস্তুতি চলছে। আমি বড় কোনও বাধা দেখতে পাচ্ছি না।’’ গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের পরে ট্রাম্প জানিয়েছিলেন, পরিস্থিতির অসাধারণ অগ্রগতি হয়েছে এবং ইউক্রেন ইস্যুতে তাঁরা হাঙ্গেরিতে মুখোমুখি আলোচনায় সম্মত হয়েছেন। তার পরেই মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়, বৈঠক ‘সাময়িক ভাবে’ বন্ধ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, রাশিয়া এখনই ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি বলেই ট্রাম্প-পুতিনের বৈঠক আপাতত হচ্ছে না। তবে পুতিন প্রশাসন বৈঠক না হওয়ার বিষয়টি প্রায় উড়িয়ে দিয়েছেন। রাশিয়ার উপবিদেশমন্ত্রী রিয়াবকভ বলেন, ‘‘আলাস্কার বৈঠকে প্রেসিডেন্ট পুতিন মাপকাঠি দিয়েছিলেন, তা পূরণ হচ্ছে কি না, সেটাই দেখার। এটা কঠিন প্রক্রিয়া মানছি, তবে সেই কাজের জন্যই কূটনীতিকেরা রয়েছেন।’’

প্রসঙ্গত, আলাস্কার বৈঠকের পরে পুতিন বলেছিলেন, ‘‘সংঘর্ষ থেকে সংলাপে যাওয়ার সময় এসেছে।’’ মনে করা হচ্ছে, রাশিয়া সেই পথে হেঁটেই আমেরিকার সঙ্গে বৈঠকে বসার বিষয়ে ইতিবাচক মনোভাব নিচ্ছে। তবে হোয়াইট হাউসের কাছে নিজের অবস্থান রাশিয়া স্পষ্ট করেছে কি না, তা নিশ্চিত করে জানাননি রিয়াবকভ।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো এবং রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের মঙ্গলবার টেলিফোনে কথা হয়। আর ঘটনাচক্রে তার পরেই ওয়াশিংটনের তরফে ট্রাম্প-পুতিন বৈঠক ‘সাময়িক ভাবে’ বাতিল করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওই বার্তার পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভও বৈঠক ‘অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দুই রাষ্ট্রনেতার বৈঠকে কোনও তাড়াহুড়ো করা উচিত নয়। কারণ, এ ক্ষেত্রে নিবিড় প্রস্তুতির প্রয়োজন।’’ এ বার রাশিয়ার উপবিদেশমন্ত্রী জানালেন, সেই প্রস্তুতি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement