India

রুশ মন্ত্রীর মন্তব্যে ভারতের উভয়সঙ্কট

রাশিয়াই চিনের সঙ্গে ভারতের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য গত কয়েক মাস ধরে পিছন থেকে কাজ করে চলেছে। ফলে রাশিয়ার মন্ত্রীর এ হেন মন্তব্যের জবাব সতর্ক ভাবে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ০৩:৩০
Share:

ছবি: সংগৃহীত।

আমেরিকার কাছে চিন-বিরোধিতার অস্ত্র হয়ে উঠছে ভারত। সম্প্রতি এই মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। কূটনৈতিক শিবিরের মতে, বিষয়টি ভারতের কাছে উভয়সঙ্কটের মতনই। এক দিকে আমেরিকার সঙ্গে কৌশলগত জোট বজায় রাখা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আজকের ভূকৌশলগত বিশ্বের বাস্তবতার মধ্যে পড়ে। অন্যদিকে প্রাচীন মিত্র রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ নয়াদিল্লির। রাশিয়াই চিনের সঙ্গে ভারতের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য গত কয়েক মাস ধরে পিছন থেকে কাজ করে চলেছে। ফলে রাশিয়ার মন্ত্রীর এ হেন মন্তব্যের জবাব সতর্ক ভাবে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। মস্কোর সঙ্গে নয়াদিল্লির বিশেষ কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, “আশা করব আমাদের সব বন্ধুরা বুঝবেন এবং মনে রাখবেন ভারতের বিদেশনীতি স্বাধীন এবং তা জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের সম্পর্কও স্বাধীন এবং তা কোনও তৃতীয় দেশের উপর নির্ভরশীল নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement