Russia

কোমায় নাভালনি, বিষপ্রয়োগ কি?

৪৪ বছরের নাভালনিকে বিষ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মুখপাত্র কিরা ইয়ার্মিস্ক।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৫:২৫
Share:

অ্যালেক্সি নাভালনি

দু’বছর আগে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন তিনি। শেষমেশ ভোটে লড়তে অবশ্য পারেননি, বরং দুর্নীতির দায়ে জেল খাটতে হয়েছিল তাঁকে। রাশিয়ার বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সেই মুখ অ্যালেক্সি নাভালনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপাতত কোমায় চলে গিয়েছেন তিনি। ৪৪ বছরের নাভালনিকে বিষ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর মুখপাত্র কিরা ইয়ার্মিস্ক।

Advertisement

কিরা জানিয়েছেন, সাইবেরিয়ার তোমাস্ক শহর থেকে বিমানে মস্কো আসছিলেন নাভালনি। বিমানবন্দরে তিনি এক কাপ চা খান। তার পরেই বিমানে উঠে মাঝআকাশে অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘামতে শুরু করেন। কিরা বলেছেন, ‘‘উনি আমায় কথা বলতে বলেছিলেন। যাতে উনি বুঝতে পারেন, উনি সব শব্দ ঠিকঠাক শুনতে আর বুঝতে পারছেন কি না। তার পরেই বিমানের শৌচাগারে যান আর সেখানে অচেতন হয়ে পড়েন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন