Ice Hockey

প্যাড-হেলমেট পরে হকি খেললেন পুতিন

মস্কোর রেড স্কোয়ারের এই ম্যাচে পুতিন ছাড়াও অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১০:১৪
Share:

মস্কোর রেড স্কোয়ারে আইস হকি খেলছেন পুতিন। ছবি টুইটার থেকে।

মাথায় হেলমেট, পায়ে কাঁধে প্যাড ও হাতে স্কেটস। নতুন বছর শুরুর আগে এ রকম সাজেই দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ঐতিহ্য বজায় রেখে বছরের শেষ সপ্তাহে আইস হকি খেললেন তিনি। তাঁর শুরু করা অ্যামেচার নাইট হকি লিগের একটি ম্যাচে সম্প্রতি অংশগ্রহণ করেছেন পুতিন। মস্কোর রেড স্কোয়ারে বন্ধুত্বপূর্ণ এই আইস হকি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

মস্কোর রেড স্কোয়ারের এই ম্যাচে পুতিন ছাড়াও অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। সে দেশের বিখ্যাত আইস হকি খেলোয়াড় ভ্যাচেস্লাভ ফেটিসভ ও পাভেল বুরেও পুতিনের সঙ্গে এই ম্যাচ খেলেছেন।

প্রথা অনুযায়ী প্রতি বছর একটি করে হকি ম্যাচে অংশগ্রহণ করেন। ২০১১ সাল থেকেই এমনটা করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

Advertisement

আরও পড়ুন: কালো ব্যাগে কি খাশোগির দেহ? প্রকাশ্যে ভিডিয়ো

রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস পালিত হয় ৭ জানুয়ারি। তার আগে রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের এক সঙ্গে হকি খেলা বেশ উপভোগ করেছন সে দেশের মানুষ।

আরও পড়ুন: পেট্রল নয়, জল ভরলেই চলবে গাড়ি

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement