Saudi Arabia

ইরান পরমাণু বোমা বানালে, আমরাও বানাব: সৌদির যুবরাজ

সাক্ষাৎকারে যুবরাজের দাবি, ‘‘সৌদি আরব পরমাণু বোমার পক্ষে নয়। কিন্তু, ইরান যদি তা তৈরি করে, তা হলে যত শীঘ্র সম্ভব আমরাও সে পথে হাঁটব।’’

Advertisement

সংবাদ সংস্থা

রিয়াধ শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ২৩:২৫
Share:

সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন। — ফাইল চিত্র

ইরান যদি পরমাণু বোমা বানায়, তা হলে তার জবাব দেবে সৌদি আরব। বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন সলমন।

Advertisement

সাক্ষাৎকারে যুবরাজের দাবি, ‘‘সৌদি আরব পরমাণু বোমার পক্ষে নয়। কিন্তু, ইরান যদি তা তৈরি করে, তা হলে যত শীঘ্র সম্ভব আমরাও সে পথে হাঁটব।’’ বহুদিন ধরেই মধ্যপ্রাচ্য ও তার বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব আর ইরান একে অপরের বিরুদ্ধে শক্তি দেখিয়ে আসছে। এরই মধ্যে যুবরাজের মন্তব্য নতুন করে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।

প্রসঙ্গত, পেট্রোলিয়ামের উপর নির্ভরতা কমাতে পরমাণু শক্তি উৎপাদনের পরিকল্পনা করেছে সৌদি আরব। সে দেশে পরমাণু চুল্লী তৈরির বরাত পাওয়া নিয়ে প্রতিযোগিতাও চলছে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে। এই তালিকায় রয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, চিনের মতো রাষ্ট্র।

Advertisement

আরও পড়ুন: ১০ হাজার কোটি ডলারে ছাড় রাজপুত্রদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন