International news

দেখুন, হাঙরদের নিয়ে ফোটোশ্যুটে গিয়ে কী বিপদে পড়েছিলেন ইনি!

ছোট ছোট হাঙরদের নিয়ে ফোটো শ্যুট করছিলেন ইনস্টাগ্রাম মডেল ও নার্সিংয়ের ছাত্রী ক্যাটলিনা। বাহামার স্ট্যানিয়েল কে’তে। গত সপ্তাহে। ছুটি কাটাতে প্রেমিক ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে ক্যাটলিনা গিয়েছিলেন সেখানে। শুনেছিলেন ছোট ছোট হাঙরদের নিয়ে ফোটো শ্যুট করলে বিপদের আশঙ্কা নেই ততটা। এক জন অবশ্য বলেছিল, সাবধানের মার নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ২০:৩৮
Share:

হাঙরদের নিয়ে ফোটো শ্যুটে ক্যাটলিনা।

হাঙরদের নিয়ে ‘খেলা’ করতে গিয়ে আর একটু হলেই ক্যাটলিনা এলি জারুতস্কি চলে গিয়েছিলেন হাঙরের পেটে!

Advertisement

ছোট ছোট হাঙরদের নিয়ে ফোটোশ্যুট করছিলেন ইনস্টাগ্রাম মডেল ও নার্সিংয়ের ছাত্রী ক্যাটলিনা। বাহামার স্ট্যানিয়েল কে’তে। গত সপ্তাহে। ছুটি কাটাতে প্রেমিক ও তাঁর পরিবারের লোকজনের সঙ্গে ক্যাটলিনা গিয়েছিলেন সেখানে। শুনেছিলেন ছোট ছোট হাঙরদের নিয়ে ফোটোশ্যুট করলে বিপদের আশঙ্কা নেই ততটা। এক জন অবশ্য বলেছিল, সাবধানের মার নেই। অ্যাডভেঞ্চারের নেশায় সে সব আর কানেই তোলেননি ক্যাটলিনা।

তাই আনন্দেই হাঙরদের নিয়ে ফোটো শ্যুট করছিলেন ক্যাটলিনা। আর তার ছবি তুলছিলেন ক্যাটলিনার প্রেমিকের বাবা।

Advertisement

বিপদ এল হঠাৎই। ৫ ফুট লম্বা একটা হাঙর হঠাৎই তাঁর হাতের একটা অংশে দিল কামড়। তার পর তাঁর হাতটা মুখে নিয়ে ক্যাটলিনাকে গভীর জলে ডোবানোর জন্য টান মারতে লাগল।

আরও পড়ুন- হাঙরকে খাওয়াতে গিয়ে হাঙরেরই পেটে যাচ্ছিলেন ইনি! দেখুন ভিডিয়ো​

আরও পড়ুন- ডাইনো যুগের রাক্ষুসে হাঙরের হদিশ পর্তুগালের সৈকতে​

সোমবার ক্যাটলিনা এনবিসি নিউজকে বলেছেন, ‘‘হাঙরটা আমার কব্জিটায় কামড় দিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝলাম, আমাকে টেনে নিয়ে যেতে চাইছে গভীর জলে। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিই।’’

এর পরেই ক্যাটলিনা জোরে সাঁতরে উঠে আসেন তীরে। হাতটাকে ঢেকে রেখে, যাতে হাত থেকে বেরিয়ে আসা রক্ত দেখে অন্য হাঙররা না ধেয়ে আসে ক্যাটলিনার দিকে।

ক্যাটলিনাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। সেখান থেকেই ফ্লোরিডা রওনা হয়ে যান ক্যাটলিনা। তাঁর ইনস্টাগ্রামে এই ছবিগুলি দিয়েছেন ক্যাটলিনা।

ছবি সৌজন্যে: ক্যাটলিনার ইনস্টাগ্রাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement