আরও এক ট্যাঙ্কার হাতছাড়া কিমের

এ দিন সোল জানিয়েছে, পানামার পতাকা লাগানো ‘কোটি’ নামে একটি তেলের ট্যাঙ্কারকে পিয়ংটেক শহরের কাছে একটি বন্দরে আটকেছে তাদের নৌ-বাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

সোল শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০২:১০
Share:

ফের একটি তেলের ট্যাঙ্কার আটকাল সোল। সন্দেহ, সেটির গন্তব্য ছিল উত্তর কোরিয়া। সে দেশের শাসক কিম জং উনকে নিরস্ত করতে সম্প্রতি একটি নিষেধাজ্ঞা জারি করেছে রাষ্ট্রপুঞ্জ। তাতে বলা হয়েছে, পরমাণু অস্ত্র তৈরি যখন আটকানোই যাচ্ছে না, তখন অস্ত্র তৈরির রসদই ঢুকতে দেওয়া হবে না উত্তর কোরিয়ায়।

Advertisement

এ দিন সোল জানিয়েছে, পানামার পতাকা লাগানো ‘কোটি’ নামে একটি তেলের ট্যাঙ্কারকে পিয়ংটেক শহরের কাছে একটি বন্দরে আটকেছে তাদের নৌ-বাহিনী। এই নিয়ে দ্বিতীয় বার এ ঘটনা ঘটল। কিছু দিন আগেই হংকং-এর একটি জাহাজকে ধরা হয়েছিল। প্রায় ৬০০ টন পরিশোধিত তেল ছিল তাতে। সে বারেও সন্দেহ করা হয়েছিল, গোপনে উত্তর কোরিয়ায় পাচার করা হচ্ছে জ্বালানি।

আরও পড়ুন: আদালত অবমাননা, আরও তিন বছর জেল মোরসির

Advertisement

গত শুক্রবার সোল জানায় ‘লাইটহাউস উইনমোর’ নামে হংকংয়ের ওই জাহাজটির কথা। তাদের দাবি, গত ১১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইউসু বন্দরে এসে পরিশোধিত তেল নিয়েছিল জাহাজটি। চার দিন পরে চলে যায় লাইটহাউস। কিন্তু তাইওয়ান যাচ্ছ দাবি করলেও পরে জানা যায়, তারা উত্তর কোরিয়ার একটি জাহাজ-সহ অন্য তিনটি জাহাজকে তেল বিক্রি করেছে। নভেম্বর মাসে ফের ইউসু বন্দরে আসতেই আটক করা হয় জাহাজটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন