Earthquake in Afganistan

পর পর কম্পন, গত ২৪ ঘণ্টায় ছ’বার কেঁপে উঠল আফগানিস্তান! অনেকের মৃত্যুর আশঙ্কা

শুক্রবার সকালে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালার কাছে পর পর তিনি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৯, ৫.২ এবং ৪.৬।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭
Share:

গত রবিবারের ভূমিকম্পের পরে বিধ্বস্ত আফগানিস্তান। —ফাইল চিত্র।

ভূমিকম্পের কবলে আফগানিস্তান। বৃহস্পতিবার (স্থানীয় সময়) ফের কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.২। শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবার ভোর (ভারতীয় সময়) থেকে পর পর তিন বার ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

গত রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল আফগানিস্তান। সেই প্রাকৃতিক দুর্যোগে ২,২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে নানগরহর প্রদেশে প্রথম আঘাত হেনেছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত কামা জেলা। নানগরহরের পাশাপাশি কুনার, লাঘমান এবং নুরিস্তান প্রদেশও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার আবার সেই একই জায়গায় কম্পন অনুভূত হয়। তবে এই কম্পনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনও তথ্য মেলেনি। যদিও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকালে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালার কাছে পর পর তিনি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.৯, ৫.২ এবং ৪.৬। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে ছ’বার ভূমিকম্প হয় আফগানিস্তানে।

Advertisement

রবিবারের ভূমিকম্পে একের পর এক গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধূলিসাৎ হয়েছে বাড়িঘর। লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। তিন হাজারের বেশি আহত। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের তলায় এখন প্রাণের সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। বিশ্বের বিভিন্ন দেশের তরফে সাহায্য পাঠানো হয়েছে।

গত রবিবারই নিজের এক্স হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, আফগানিস্তানকে সর্বতোভাবে মানবিক সাহায্য করতে ভারত প্রস্তুত। গত সোমবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, চালের বস্তা, তাঁবু এবং অন্যান্য খাদ্যসামগ্রী বোঝাই ট্রাক কাবুলে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement