Balochistan’s Couple Murder Case

বালোচিস্তানে প্রকাশ্যে দম্পতিকে গুলি করে খুন! পরিবারের অমতে বিয়ে করার পরিণতি?

খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। বালোচিস্তানের দম্পতি খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বিশেষ দলের (এসসিআইডব্লিউ) উপর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ২০:৫৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সকলের সামনে এক তরুণ দম্পতিকে সামনে থেকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। ওই হত্যাকাণ্ডের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তবে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। বালোচিস্তানের দম্পতি খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বিশেষ দলের (এসসিআইডব্লিউ) উপর।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মরুভূমির মাঝে ওই দম্পতিকে গাড়ি থেকে নামিয়ে খুব কাছ থেকে পর পর গুলি করছেন এক ব্যক্তি। আর অনেকে তাঁদের ঘিরে রেখেছেন। কেউ কেউ আবার মোবাইলে ক্যামেরাবন্দিও করছেন! কেন ওই দম্পতিকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অনেকের মতে, পরিবারের অমতে বিয়ে করার জন্যই খুন হতে হয়েছে ওই দম্পতিকে।

ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করে বালোচিস্তান পুলিশ। এফআইআর করে তদন্ত শুরু করেছে তারা। সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী এফআইআরে উল্লেখ করা হয়েছে, ভিডিয়োয় যে দম্পতি গুলিতে খুন হন তাঁরা হলেন বানো বিবি এবং ইহসানউল্লাহ। ১৫ জন অজ্ঞাতপরিচিয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, পরিবারের অমতে বিয়ে করার জন্য ওই দম্পতিতে দিন কয়েক আগে ‘দোষী সাব্যস্ত’ করছিলেন ওই গ্রামের এক জনজাতি নেতা। তার পরেই তাঁদের গাড়িতে চাপিয়ে মরুভূমি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের গাড়ি থেকে নামতে বাধ্য করেন গ্রামের কয়েক জন। তার পরেই তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement