শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্যাপন করাচিতে। —প্রতীকী ছবি।
শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্যাপনের সময়ই পাকিস্তানের করাচিতে ঘটল বিপদ। গুলি লেগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত ৫০-এর বেশি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’ সূত্রে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছিল করাচির বিভিন্ন জায়গা। সকলেই নিজেদের মতো করে দিন পালনের পরিকল্পনা করেছেন। রাতে পরিবারের সঙ্গে সেই উদ্যাপন দেখতে বেরিয়েছিল আজ়িজ়াবাদের আট বছরের এক শিশু। হঠাৎই গুলি তার শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। লুটিয়ে পড়ে রাস্তাতেই। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে ওই শিশুর পরিবার। তবে দ্রুত রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কোরাঙ্গি এলাকাতেও একই কারণে স্টিফেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুধু আজ়িজ়াবাদ বা কোরাঙ্গি নয়, করাচির বিভিন্ন জায়গায় শূন্যে গুলি ছুড়ে উদ্যাপনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর উদ্যাপনের সময় গুলি লেগে আহত হয়েছেন অনেকে। উদ্ধারকারী দল বিভিন্ন এলাকা থেকে আহতদের উদ্ধার করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে দাবি ‘জিও নিউজ়’-এর প্রতিবেদনে।
করাচি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছি, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তাঁদের খোঁজ চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
শূন্যে গুলি ছুড়ে উদ্যাপনের ঘটনা করাচিতে নতুন নয়। ‘জিও নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী গত বছর স্বাধীনতা দিবসে একই কারণে অন্তত ৯৫ জন আহত হন। শুধু স্বাধীনতা দিবস নয়, যে কোনও উৎসবে এ ধরনের উদ্যাপন হয় করাচিতে। চলতি বছরের জানুয়ারিতে নতুন বছর উদ্যাপনের সময় গুলি লেগে অন্তত ৪২ জনের মৃত্যু হয়।