US Strike on Drug Boat

প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! ভিডিয়ো পোস্ট করে দাবি আমেরিকার, নিহত অন্তত ৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানগুলি চালানো হচ্ছে। এ ধরনের অভিযানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬২ জনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৩:৩৩
Share:

প্রশান্ত মহাসাগরে মাদকবোঝাই নৌকায় হামলা মার্কিন সেনার। ছবি: সংগৃহীত।

প্রশান্ত মহাসাগরে আরও এক মাদকবোঝাই নৌকা ধ্বংস করল আমেরিকা! বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের।

Advertisement

সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে পিট জানিয়েছেন, বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত আর একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সঙ্গে হামলার একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট জাহাজে আচমকা বড়সড় বিস্ফোরণ হচ্ছে। পরমুহূর্তেই আগুন লেগে যাচ্ছে জাহাজটিতে। তবে মার্কিন সরকারের প্রকাশিত আগের ভিডিয়োগুলির মতো এ বারের ভিডিয়োতেও জাহাজের কিছু অংশ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে তাতে ঠিক কত জন আরোহী ছিলেন, তা বোঝা যাচ্ছে না।

সঙ্গে পিট এ-ও ঘোষণা করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানগুলি চালানো হচ্ছে। এ ধরনের অভিযানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬২ জনের। পিটের কথায়, ‘‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই জাহাজটিও অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। একটি অতি প্রচলিত মাদক পাচারের পথ ধরে এগোচ্ছিল এটি। জাহাজে মাদকও ছিল।’’ যদিও হামলার ভিডিয়ো ছাড়া এখনও পর্যন্ত মাদক পাচারের সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন।

Advertisement

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পূর্ব প্রশান্ত মহাসাগরে চারটি নৌকায় পর পর হামলায় ১৪ জন নিহত হন। বেঁচে যান একজন। তার পর পরই ফের একই ধাঁচের ঘটনা ঘটল আন্তর্জাতিক জলসীমায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement