Attack in Khyber Pakhtunkhwa and Ishlamabad

ইসলামাবাদে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত অন্তত ১২! খাইবার পাখতুনখোয়ায় পাক সেনার কনভয়েও হামলা, জখম ১৬

পাকিস্তান সেনা এবং ফ্রন্টিয়ার কোর পার্সোনালের সেই কনভয় ফিরছিল ডেরা ইসমাইল খান জেলার লোনি পোস্টে। ফেরার পথে ওই কনভয়ে হামলার ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৪:৪৩
Share:

ছবি: সংগৃহীত।

পাকিস্তানে জো়ড়া হামলা। রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের দাবি, অনেক দূর পর্যন্ত বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু ঘটেছে। আহত আরও অনেকে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক কয়েক জন। অন্য দিকে, আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার কনভয়ে হামলা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। ওই ঘটনায় ১৬ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

ইসলামাবাদে বিস্ফোরণের সত্যতা স্থানীয় পুলিশ স্বীকার করেছে। পুলিশের মুখপাত্র বলেন, ‘‘আমরা বিস্ফোরণের খবর পেয়েছি। তবে কী থেকে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি। আমাদের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে।’’ জানা গিয়েছে, জেলা আদালতে প্রবেশের মুখে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

অন্য দিকে, আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়ায় পাক সেনা কনভয়ে সোমবার রাতে হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনা এবং ফ্রন্টিয়ার কোর পার্সোনেলের কনভয় ফিরছিল ডেরা ইসমাইল খান জেলার লোনি পোস্টে। সে সময়ই বিস্ফোরণ।

Advertisement

সোমবারই খাইবার পাখতুনখোয়ার অন্য এক দিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্ত গ্রামে এক কলেজের গেটে ওই হামলায় ছ’জন আহত হন। স্থানীয় নিরাপত্তা আধিকারিক সূত্রে দাবি, ওই হামলার নেপথ্যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা।

বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে হামলা, বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে। পাকিস্তানের অভিযোগ, অনেক টিটিপি নেতাই এখন আফগানিস্তানের তালিবানের আশ্রয়াধীন। যদিও আফগানিস্তান বরাবর সেই অভিযোগ অস্বীকার করেছে।

খাইবার পাখতুনখোয়ায় বার বার হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি হামলায় দায় স্বীকারও করে টিটিপি। ওই এলাকায় প্রায়ই পাক সেনার সঙ্গে গুলির লড়াই চলে টিটিপি গোষ্ঠীর। মাঝেমধ্যেই পাক সেনাকে লক্ষ্য করে হামলাও চালায় তারা। সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়। তবে সোমবার রাতের ঘটনার সঙ্গে তাদের যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement