Cafe Blast In Madrid

মাদ্রিদের ক্যাফেতে বিস্ফোরণ! আহত কম পক্ষে ২১ জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৩

পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মাদ্রিদের ভ্যালেকাস এলাকার ওই ক্যাফে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। খবর দেওয়া হয় অ্যাম্বুল্যান্সেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: রয়টার্স।

মাদ্রিদের এক ক্যাফেতে বিস্ফোরণ। শনিবার দুপুর ৩টে নাগাদ (স্থানীয় সময়) এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। এখনও পর্যন্ত ২১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। ঠিক কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মাদ্রিদের ভ্যালেকাস এলাকার ওই ক্যাফে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। খবর দেওয়া হয় অ্যাম্বুল্যান্সেও। সকলকে নিরাপদ জায়গায় উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। কম পক্ষে ২১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। এই বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্যাফেটিও।

কী ভাবে এই ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট হয়েনি। তবে, প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে কোনও ভাবে সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে এই বিস্ফোরণ ঘটেছে। গোটা ঘটনাটাই তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে স্নিফার কুকুর এবং ড্রোনও মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement