Iran

বিক্ষোভ চলছেই, ইরানে নিহত ৩৬

বিক্ষোভের কেন্দ্রস্থল তেহরান বাজার। আর্থিক মন্দার মোকাবিলায় প্রশাসন কোনও পদক্ষেপ করছে না, এই অভিযোগ তুলে গত ২৮ ডিসেম্বর এই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। তারপর থেকে সমানে বিক্ষোভ চলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০৮:২১
Share:

আয়াতোল্লা আলি খামেনেই। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে দশ দিন ধরে বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভকারীদের কড়া হাতে মোকাবিলা করছে প্রশাসন। বেসরকারি সূত্রে জানা গিয়েছে, তেহরান ও দেশের পশ্চিম প্রান্তে বিক্ষোভকারীদের উপরে সেনা-পুলিশের হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে।

বিক্ষোভের কেন্দ্রস্থল তেহরান বাজার। আর্থিক মন্দার মোকাবিলায় প্রশাসন কোনও পদক্ষেপ করছে না, এই অভিযোগ তুলে গত ২৮ ডিসেম্বর এই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। তারপর থেকে সমানে বিক্ষোভ চলছে। তার সঙ্গেই পাল্লা দিয়ে চলছে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও ধরপাকড়। বিক্ষোভকারীদের দাবি, দেশের সর্বোচ্চ নেতা, ধর্মগুরু আলি খামেনেই দেশের অর্থনীতির মোড় ঘোরাতে যথাযথ পদক্ষেপ করছেন না। দেশ থেকে বিতাড়িত যুবরাজ রেজ়া পেহলভির ছবি নিয়ে, তাঁর নামে জয়ধ্বনি দিতে দিতে রাস্তায় নামছেন বিক্ষোভকারীরা। যুবরাজও তাঁদের সমর্থনে বার্তা পাঠিয়েছেন। পুলিশি হেফাজতে ইরানীয় তরুণী মাহসা আমিনির মৃত্যুর পরে এ ধরনের বিক্ষোভ দেখেছিল ইরান। তবে ২০২২-২৩-এর সেই বিক্ষোভও শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের চেহারা নিতে পারেনি।

এ দিকে, ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে চরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আসামির নাম আলি আর্দেস্তানি। ক্রিপ্টোকারেন্সিতে নেওয়া ঘুষের বিনিময়ে ইরানের সংবেদনশীল তথ্য মোসাদকে পাচার করার কথা তিনি স্বীকারও করে নিয়েছিলেন বলে ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন