Train Accident in Spain

লাইনচ্যুত হয়ে ট্রেন ধাক্কা মারল উল্টো দিক থেকে ছুটে আসা অপর ট্রেনকে! স্পেনে অন্তত ২১ জনের মৃত্যু, আহত অনেকে

দু’টি ট্রেনের সংঘর্ষে স্পেনে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি, যাঁদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর। স্পেনের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:১৬
Share:

দুর্ঘটনার পর উল্টে গিয়েছে ট্রেনের কামরা। রবিবার দক্ষিণ স্পেনের আদামুজ় শহরের কাছে। ছবি: রয়টার্স।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে! রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময় অনুসারে) দু’টি ট্রেনের সংঘর্ষে সে দেশে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি, যাঁদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর। স্পেনের পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

রবিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) দক্ষিণ স্পেনের আদামুজ় শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় স্পেনের মালাগা থেকে রাজধানী শহর মাদ্রিদে যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উল্টে যায়। গতি বেশি থাকায় লাইনচ্যুত হওয়ার পরেই ট্রেনটির কিছু অংশ পাশের লাইনে গিয়ে পড়ে। একই সময়ে ওই লাইন ধরে আসছিল মাদ্রিদ থেকে হুয়েলভা যাওয়ার একটি ট্রেন। ফলে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

স্পেনের রেল পরিবহণ ব্যবস্থা মোটের উপর বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণাধীন। ওই সংস্থাগুলির সূত্রে জানা গিয়েছে, যে ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয়, সেটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। অপর ট্রেনটিতে ছিলেন প্রায় ১০০ জন যাত্রী। দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা স্পষ্ট নয়। স্পেনের পরিবহণমন্ত্রী জানিয়েছেন, প্রথম ট্রেনটি যেখানে লাইনচ্যুত হয়, সেখানে লাইনে কোনও বাঁক নেই। তার পরেও এই দুর্ঘটনাকে ‘বিস্ময়কর’ বলেছেন তিনি। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement