গাজ়ার ধ্বংসচিত্র। ছবি: রয়টার্স।
দক্ষিণ গাজ়ার হাসপাতালে বোমা হামলা চালাল ইজ়রায়েল। সোমবার দুপুরে দক্ষিণ গাজ়ার খান ইউনিসের অন্তর্গত নাসের হাসপাতালে ইজ়রায়েলি সেনার ওই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে চার সাংবাদিকও রয়েছেন।
সংবাদমাধ্যম আল জ়াজ়িরার একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার দুপুর ১টা নাগাদ নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইজ়রায়েল। ওই ঘটনায় চার সাংবাদিক-সহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আল জাজ়িরা সূত্রে খবর, নিহত চার সাংবাদিকের নাম হোসাম আল-মাসরি (রয়টার্সের চিত্র সাংবাদিক), মহম্মদ সালামা (আল জ়াজ়িরার চিত্র সাংবাদিক), মারিয়ম আবু দাকা (অ্যাসোসিয়েটেড প্রেস-সহ বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমের ফ্রিল্যান্স সাংবাদিক) এবং মোয়াজ় আবু তাহা (এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক)। ফলে এই নিয়ে গত দু’বছরে সব মিলিয়ে গাজ়ায় ২৪৪ জন সাংবাদিকের মৃত্যু হল।
আল জ়াজ়িরার প্রতিবেদনে জানা গিয়েছে, সোমবার দুপুরে প্রথমে নাসের হাসপাতালের ছাদে বোমা ফেলে ইজ়রায়েল। সে সময় ছাদে এক সাংবাদিক ছিলেন। তাঁকে উদ্ধার করতে ছুটে যান সহকর্মীরা। সঙ্গে উদ্ধারকারী দলের কয়েক জনও ছাদে যান। সে সময় ফের একই জায়গায় বোমা হামলা চালায় ইজ়রায়েল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সাংবাদিক-সহ অনেকের।
গত মে মাস থেকে গাজ়ার ত্রাণশিবির ও হাসপাতালগুলিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। তাতে এখনও পর্যন্ত ১৩০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। চলতি মাসের শুরু থেকে গাজ়া দখলের জন্য আরও বদ্ধপরিকর হয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজ়াকে হামাসমুক্ত করার উদ্দেশ্যে পাঁচ দফা নীতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজ়ার সীমান্ত পুনর্বিন্যাস, হামাস এবং প্যালেস্টাইনি কর্তৃপক্ষের বিকল্প প্রশাসন প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ও রয়েছে। আন্তর্জাতিক স্তরে নেতানিয়াহুর এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা চলছে। কারণ, এমনিতেই ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় ইজ়রায়েলি সেনার হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত গাজ়ায় মৃত্যু হয়েছে ৬১,০০০-এরও বেশি মানুষের। বেসরকারি হিসাবে সংখ্যাটা আরও বেশি। সপ্তাহখানেক আগে ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয় প্যালেস্টাইনি সাংবাদিক আনাস আল-শরিফ ও তাঁর চার সহকর্মীর।