Pakistan Blast

পাকিস্তানে জঙ্গি-ডেরায় বিস্ফোরণ, নিহত মহিলা, শিশু-সহ ২৪ জন! বোমা বানাতে গিয়ে বিপত্তি?

খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবান নামক জঙ্গিগোষ্ঠী দীর্ঘ দিন ধরে সক্রিয়। তাদেরই একটি ডেরায় বিস্ফোরণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৩
Share:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের একটি ডেরায় বড়সড় বিস্ফোরণ ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। নিহতদের মধ্যে মহিলা, শিশু-সহ সাধারণ নাগরিকেরাও রয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। স্থানীয় পুলিশের দাবি, জঙ্গিদের ডেরায় মজুত করে রাখা বোমা ফেটে এই বিস্ফোরণ। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ( পিটিআই) দাবি করেছে পাক সেনা হামলার কারমেই ওই বিস্ফোরণ। যদিও পাক প্রশাসন তা অস্বীকার করেছে।

Advertisement

খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবান নামক জঙ্গিগোষ্ঠী দীর্ঘ দিন ধরে সক্রিয়। স্থানীয় পুলিশ এবং পাকিস্তানের সেনাবাহিনী তাদের মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে ওই এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানও চলছে বলে খবর। তার মধ্যেই সোমবারের বিস্ফোরণ।

স্থানীয় পুলিশ আধিকারিক জ়াফর খান জানিয়েছেন, তিরা উপত্যকার একটি ভবনে ঘাঁটি গেড়েছিল টিটিপি-র দুই জঙ্গি নেতা আমন গুল এবং মাসুদ খান। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে তারা সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছিল। ওই জঙ্গি-ডেরায় তৈরি করা হচ্ছিল বোমা। ফলে বোমা তৈরির নানা উপাদানও সেখানে মজুত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে। আশপাশের অনেকগুলি বাড়ি বিস্ফোরণের অভিঘাতে ধ্বংস হয়ে গিয়েছে। অন্তত ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। এ ছাড়া, নিহতদের মধ্যে বাকি ১৪ জন জঙ্গি।

Advertisement

ইমরানের দল পিটিআইয়ের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, বিমান থেকে পর পর কয়েকটি বোমা ফেলা হয়েছে ওই অঞ্চলে। স্থানীয় পাঁচটি বাড়ি এর ফলে ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে ২০টি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে।

পাকিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলির মধ্যে টিটিপি অন্যতম। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে সন্ত্রাসবাদী হামলা, বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে। অভিযোগ, অনেক টিটিপি নেতাই এখন আফগানিস্তানের তালিবানের আশ্রয়াধীন। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে তুলে আসছে ভারত। জম্মু ও কাশ্মীরে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে থাকে পাকিস্তানের গোষ্ঠীগুলিই। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনাতে পাক জঙ্গিরা জড়়িত ছিল বলে প্রমাণ পেয়েছে নয়াদিল্লি। তিন মাস লুকিয়ে থাকার পরে ভারতীয় সেনা পহেলগাঁও-কাণ্ডের অভিযুক্ত তিন জঙ্গিকেই নিকেশ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement