TTP

খাইবার পাখতুনখোয়ায় টিটিপির হামলা নিহত পাঁচ পাকিস্তানি সেনা! পাহারায় ছিলেন গ্যাস প্রকল্পের

পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প। ওই প্রকল্প হলে খাইবার পাখতুনখোয়ার মানুষজনের কর্মসংস্থান হবে। তাঁরা অনেক সুযোগ-সুবিধা পাবেন। এ সব কারণেই প্রকল্পটি জঙ্গিরা বন্ধ করতে চায় বলে দাবি পাকিস্তানি প্রশাসনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:২৬
Share:

তালিবানের গুলিতে পাকিস্তানে নিহত পাঁচ জওয়ান। — ফাইল চিত্র।

উত্তর-পশ্চিম পাকিস্তানে তালিবানের গুলিতে প্রাণ হারিয়েছেন পাকিস্তানি বাহিনীর পাঁচ আধাসেনা জওয়ান। একটি সরকারি গ্যাস উত্তোলন সংস্থার কর্মীদের পাহারার দায়িত্বে ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। তালিবানের হামলায় আহত হয়েছে আরও কয়েক জন জওয়ান। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে আট জঙ্গি নিহত হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, হামলাকারীর তেহরিক-এ-তালিবান পাকিস্তানের (টিটিপি)। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় কোট লালুর কাছে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন সংস্থার কর্মীদের পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তালিবান জঙ্গিরা। তাতেই প্রাণ হারান পাঁচ জওয়ান।

পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প। ওই প্রকল্প হলে খাইবার পাখতুনখোয়ার মানুষজনের কর্মসংস্থান হবে। তাঁরা অনেক সুযোগ-সুবিধা পাবেন। এ সব কারণেই প্রকল্পটি জঙ্গিরা বন্ধ করতে চায় বলে দাবি পাকিস্তানি প্রশাসনের। আহতদের ডেরা ইসমাইল খানের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলেছে। রক্ত ঝরেছে সীমান্তে। বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার তার মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়ায়। পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে। তার পরেই শান্তি বৈঠকে বসে আফগানিস্তান এবং পাকিস্তান। এ বার পাকিস্তান জানাল, আফগান তালিবানের একাংশের ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে পরিচিত টিটিপির হামলায় নিহত পাঁচ জওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement