International News

ফুটপাত ধসে গভীর গর্তে ঢুকে গেলেন মহিলা, এ বার চিনে, দেখুন সেই ভয়ানক দৃশ্য

ফুটপাত ধসে কার্যত ‘পাতাল প্রবেশ’ ঘটল মহিলার। হেঁটে যাওয়ার সময় আচমকাই ফুটপাতের অনেকটা অংশ ধসে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

সাংহাই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৮:৫০
Share:

এভাবেই ফুটপাতে ধস নেমে মাটির নীচে ঢুকে যান মহিলা। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

ব্যবধান মাত্র ১৬ দিনের। দুই দেশের দুই প্রান্তে ধরা পড়ল প্রায় একই রকম ভিডিয়ো। যা দেখে আঁতকে উঠেছে গোটা বিশ্ব।

Advertisement

তুরস্কের পর এবার চিন। তবে তুরস্কে ছিলেন দুই মহিলা। এ বার এক জন। ফুটপাত ধসে কার্যত ‘পাতাল প্রবেশ’ ঘটল মহিলার। হেঁটে যাওয়ার সময় আচমকাই ফুটপাতের অনেকটা অংশ ধসে যায়। আচমকা এই ঘটনায় মহিলা কিছু বুঝে ওঠার আগেই ঢুকে যান মাটির নীচে। ফুটপাত কার্যত গিলে নেয় তাঁকে।

১১ নভেম্বর এমনই ভয়ঙ্কর ছবি সিসিটিভিতে ধরা পড়েছে চিনের ল্যানঝাউ শহরে। সেই ছবি চিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি সে দেশের বেসরকারি টিভি চ্যানেল ‘সাংহাইস্ট’-এ ওই মহিলাকে উদ্ধারের ছবিও সম্প্রচার হয়েছে। কয়েক হাজার মানুষ সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ঘটনার বীভৎসতা নিয়ে যেমন মানুষ সরব হয়েছেন, তেমনই উদ্ধারকারী দলের প্রশংসাও করছেন নেটিজেনরা।

Advertisement

আরও পড়ুন: মোদীকে কেন ক্লিনচিট? গুজরাত দাঙ্গা নিয়ে জাফরির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: ‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলেছিল কাসভ

সাংহাইস্ট জানিয়েছে, সৌভাগ্যের বিষয়, ওই মহিলার বড় কোনও চোট লাগেনি। ঘটনার পরই তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে স্বাভাবিক ভাবেই, ঘটনার অভিঘাতে এখনও আতঙ্ক আর ঘোর কাটিয়ে উঠতে পারেননি তিনি।

সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন