সমুদ্রের তীরে পর্যটকদের গায়ের কাছে সাঁতার কাটছে হাঙর! ভিডিও ভাইরাল..

সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন কেউ কেউ। অনেকে সাঁতারও কাটছিলেন সমুদ্রের নীল জলে। কিন্তু পর্যটকরা একা নন। সমুদ্রের স্বচ্ছ জলে তাঁদের সঙ্গে গা ভাসিয়েছে ওরাও। বড়, কালো মাছের মতো জীবগুলিকে তাদের সঙ্গে সাঁতার কাটতে দেখে পিলে চমকে ওঠার জোগাড় হল উপস্থিত সকলের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৮:৩৫
Share:

সমুদ্রের তীরে হাঙর। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন কেউ কেউ। অনেকে সাঁতারও কাটছিলেন সমুদ্রের নীল জলে। কিন্তু পর্যটকরা একা নন। সমুদ্রের স্বচ্ছ জলে তাঁদের সঙ্গে গা ভাসিয়েছে ওরাও। বড়, কালো মাছের মতো জীবগুলিকে তাদের সঙ্গে সাঁতার কাটতে দেখে পিলে চমকে ওঠার জোগাড় হল উপস্থিত সকলের। বড় কালো রঙের যে জীবগুলি পর্যটকদের ‘সঙ্গ’ দিচ্ছিল তারা আসলে হাঙর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যারোলিনার মিরটেল বিচে।

Advertisement

কোডি কিনজার নামের এক ব্যক্তি মিরটেল বিচ থেকে পাঁচ মাইল দূরের গার্ডেন সিটি পিয়ের থেকে গোটা ঘটনাটির ভিডিও করেন। সম্প্রতি মিরটেল বিচ গেটওয়ের তরফে ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ১ কোটি ৩০ লক্ষ ভিউয়ার ভিডিওটি দেখেছেন। প্রায় তিন লক্ষ বার শেয়ার হয়েছে ভিডিওটি। কমেন্ট পড়েছে ৩৯ হাজার। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখুন, কী ভাবে হাঙররা তীরের কাছে ঘুরে বেড়াচ্ছে।’

দেখুন সেই ভিডিও:

Advertisement

হাঙরের দল তীরের একেবারে পাশে চলে এলেও পর্যটকদের অবশ্য কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন: উত্তাল ঢেউয়ের সামনে তরুণীর ভয়ঙ্কর স্টান্ট! তারপর...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন