Holi celebration

সপ্তাহের সেরা ১০ ছবি

অনেক সময় খুঁটিনাটি সমস্ত খবর পড়ে ওঠা সম্ভব হয় না। দেখে নিন এমনই কিছু খবর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১২:২০
Share:
০১ ১১

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে গত এক সপ্তাহ ধরে ঘটে গিয়েছে নানা ঘটনা। অনেক সময় খুঁটিনাটি সমস্ত খবর পড়ে ওঠা সম্ভব হয় না। দেখে নিন এমনই কিছু খবর।

০২ ১১

প্রতি বছর ২৩ মার্চ পালিত হয় বিশ্ব জলবায়ু দিবস। ২০২১-এ ব্রাজিলের রিও ডি জেনেইরোর অ্যাঙ্কোরা দ্বীপের কাছে সমুদ্র থেকে আবর্জনা পরিষ্কারের পর একটি কচ্ছপকে মুক্ত ভাবে সাঁতার কাটতে দেখা যায়। সেই ছবিই ফ্রেমবন্দি করেছে সমুদ্র পরিষ্কারের দায়িত্বে থাকা সি শেফার্ড নামে একটি বেসরকারি সংস্থা।

Advertisement
০৩ ১১

২৭ মার্চ আইসল্যান্ডের উপদ্বীপে অগ্ন্যুৎপাত হয়। মাটি কাঁপিয়ে বেরিয়ে আসে গরম লাভা।

০৪ ১১

গত এক সপ্তাহ ধরে মারাত্মক বৃষ্টি হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরাংশে। উলুরুর মরু অঞ্চলে ধরা পড়েছে অসম্ভব সুন্দর এই দৃশ্য। উলুরুর শুষ্ক পাহাড়ের উপর দিয়ে নেমে আসছে জলরাশি। এই দৃশ্য বহু বছর দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়েরা।

০৫ ১১

পর্যটকদের জন্য খুলে দেওয়া হল জম্মু-কাশ্মীরের টিউলিপ বাগান। ৬৪টিরও বেশি প্রজাতির প্রায় ১৫ লাখ টিউলিপ রয়েছে এই বাগানে।

০৬ ১১

লন্ডনে শিথিল হচ্ছে লকডাউন। জনজীবনে তার প্রভাব চোখে পড়ছে। পোষা পাখিকে প্রশিক্ষণ দিচ্ছেন এই মহিলা। লন্ডনের প্রাইমরোজ হিল-এ।

০৭ ১১

ইন্দোনেশিয়ার পারটামিনা তৈল শোধনাগার ভস্মীভূত হয়ে যায় ভয়াবহ আগুনে। আশেপাশের এলাকা থেকে প্রায় ১ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

০৮ ১১

স্কি জাম্পিং-এ ইতিহাস রচনা করলেন নরওয়ের হালভর এগনার গ্রানিরুদ। স্কি জাম্পিং বিশ্বকাপ প্রতিযোগিতায় এ নিয়ে পর পর ৫ বার জয়ী হলেন তিনি।

০৯ ১১

ইন্টারনেটের গতি বাড়াতে রাশিয়া থেকে উৎক্ষেপণ হল কৃত্তিম উপগ্রহের। রকেট উৎক্ষেপণের এই ছবি প্রকাশ করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা।

১০ ১১

সম্প্রতি দেশ জুড়ে উদযাপন হয়েছে রঙের উৎসব হোলি। নয়াদিল্লিতে আবির নিয়ে খেলছে এক যুবক।

১১ ১১

ডব্লিউডব্লিউএফ-এর সহযোগিতায় প্রতি অর্থবর্ষের শেষ দিনে ‘আর্থ আওযার’ পালন করা হয়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এই ১ ঘণ্টা সমস্ত আলো বন্ধ রাখা হয়। ২০০৭ সাল থেকে যা প্রথম শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। বিশ্বের বেশ কিছু দেশ প্রতি বছর ‘আর্থ আওয়ার’ পালন করে। ছবিটি চিনের সাংহাইয়ের। ‘আর্থ আওয়ার’-এ আলো নিভিয়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি এটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement