Imran Khan

ইনি নাকি ইমরান খান! দাবি করছেন তাঁরই বিশেষ সহায়ক

সেই ছবি পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। আর তার পরই সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কেন?

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ১০:৩০
Share:

এই ছবিই টুইট করেছেন ইমরান খানের বিশেষ সহায়ক। ছবি টুইটারের সৌজন্যে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহায়ক শনিবার একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৬৯’। অর্থাৎ ১৯৬৯-এ ইমরান খান কেমন দেখতে ছিলেন তা দেখাতে চেয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। আর তার পরই সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। কিন্তু কেন?

Advertisement

ইমরানের বিশেষ সহায়ক নইম উল হকের পোস্ট করা ছবিটি আসলে ইমরান খানের নয়। সেটি সচিন তেন্ডুলকরের। লিটল মাস্টারের কেরিয়ারের শুরুর দিকের ছবি সেটি। সাদা কালো সেই ছবিতে দর্শকাসনের দিকে ব্যাট তুলে রয়েছেন মাস্টার ব্লাস্টার। এই ভুলের জন্যই নেট দুনিয়ায় ট্রোলড পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহায়ক।

তবে শুধুমাত্র ওই ভুল ধরিয়ে দিয়ে ক্ষান্ত হননি নেটিজেনরা। এই রকম একটি ভুল নিয়ে বিভিন্ন ধরনের রসিকতায় মজেছেন তাঁরা। বিভিন্ন ধরনের মিম ব্যবহার করে ইমরানের সহায়কের ভুল নিয়ে কটাক্ষ করেছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: বন্যায় ভেসে যাচ্ছে বাচ্চারা, জীবন তুচ্ছ করে বাঁচালেন যুবক! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: ইরানে হামলা চালানোর নির্দেশ দিয়েও পরে ফের পিছিয়ে গেলেন ট্রাম্প?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন