লোকসভা নির্বাচন ২০১৯

‘চার্চে হতে পারে আত্মঘাতী হামলা’, আগেই সতর্ক করেছিলেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান!

দেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৫:৩৪
Share:

সেন্ট অ্যান্টনি চার্চের সামনে টহলরত শ্রীলঙ্কা সেনা। ছবি: এপি।

রবিরার সকালে শ্রীলঙ্কার বিভিন্ন হোটেল এবং গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠার ঠিক দশ দিন আগেএই হামলা নিয়ে দেশকে সতর্ক করেছিলেন সে দেশের পুলিশ প্রধান। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। দশ দিন আগের সেই সতর্কবার্তা তাদের হাতেও এসেছে বলে দাবি করেছে এএফপি।

Advertisement

এএফপির দাবি অনুযায়ী, গত ১১ এপ্রিল এই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের খবর এসে পৌঁছেছিল শ্রীলঙ্কার গোয়েন্দাদের হাতে। সেই মতো দেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠিয়েছিলেন শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর।

পুলিশ প্রধানের পাঠানো সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, ‘‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ন্যাশনাল তৌহিথ জামাত নামের একটি সংগঠন দেশের বিভিন্ন প্রান্তে আত্মঘাতী জঙ্গি হামলার ষড়যন্ত্র করছে। হামলা চালানো হতে পারে কলম্বোর ভারতীয় হাই কমিশনেও।’’

Advertisement

আরও পড়ুন: কলম্বোয় বিস্ফোরণ নিয়ে উদ্বিগ্ন সুষমা, ‘নজর রাখছি’, জানালেন টুইট করে

শ্রীলঙ্কার কট্টরপন্থী মুসলিম মৌলবাদীদের সংগঠন হল ন্যাশনাল তৌহিথ জামাত। গত বছর বেশ কয়েকটি বৌদ্ধ মূর্তিতে ভাঙচুর করার পর প্রথম নজরে আসে এই সংগঠন।

আরও পড়ুন: সকাল থেকে দুপুর, বিস্ফোরণের পর বিস্ফোরণে কাঁপছে কলম্বো, মৃত অন্তত ১৮৫

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন